মিসরে পুলিশের গুলিতে ২ ইসরায়েলিসহ নিহত ৩

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

মিসরীয় শহর আলেকজান্দ্রিয়ায় ইসরায়েলি পর্যটকদের ওপর একজন পুলিশ সদস্য গুলি চালিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম থেকে জানা গেছে। এতে অন্তত দুই ইসরায়েলি ও একজন মিসরীয় নিহত হয়েছে।

এক্সট্রা নিউজ টেলিভিশন চ্যানেল একজন অজ্ঞাতপরিচয় নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, আলেকজান্দ্রিয়ার পম্পেইস পিলার সাইটে সংঘটিত হামলায় আরো একজন আহত হয়েছে। মিসরীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে চ্যানেলটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলেও তারা উল্লেখ করেছে। 

অন্যদিকে ইসরায়েলের জাকা রেসকিউ সার্ভিস জানিয়েছে, আলেকজান্দ্রিয়ায় দুজন নিহত হয়েছে।

পর্যটন এলাকা সুরক্ষিত করার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তা আলেকজান্দ্রিয়ার মানশেয়া এলাকায় তার ব্যক্তিগত অস্ত্র থেকে গুলি চালিয়েছিলেন বলে জানা গেছে।

গাজা থেকে বড় ধরনের আগ্রাসনের পর ইসরায়েল যখন ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে, তখন রবিবারের এ হামলাটি ঘটল।

প্রসঙ্গত, মিসর কয়েক দশক আগে ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করেছিল এবং দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন বিরোধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। কিন্তু দেশটিতে ইসরায়েলবিরোধী মনোভাব বেশি, বিশেষ করে সহিংসতার সময়।

সূত্র : এপি, আল অ্যারাবিয়া