সাগরের লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, রবিবারের পর বাড়বে বৃষ্টি ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩ নিজস্ব প্রতিনিধি বঙ্গোপসাগর এলাকায় শুক্রবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। দুই দিন পর এটি আরো ঘনীভূত হতে পারে। লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপে পরিণত হলে আগামী রবিবারের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ শুক্রবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আরো দুই দিন পর এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ হলে বৃষ্টিপাত হতে পারে। এমনকি ঘূর্ণিঝড়ও হতে পারে।’ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল ৯টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভসে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। রবিবারের পর থেকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়াবিদরা জানান, লঘুচাপটির গতিবিধি, প্রভাব ও কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নিম্নচাপ হওয়ার পর আমরা বলতে পারব এটা কোন দিকে (গতিবিধি) যাবে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘এটা এখনো স্পষ্ট না। এটা (লঘুচাপ) ভারতের দিকেও যেতে পারে, বাংলাদেশেও আসতে পারে। নিম্নচাপে রূপ নিয়ে বাংলাদেশে এলে এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে।’ ওমর ফারুক জানান, লঘুচাপটি দেশের আরো কাছে এলে দিনের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে রাতের তাপমাত্রা। সব মিলিয়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে দুই দিনের পূর্বাভাস জনিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। SHARES জাতীয় বিষয়: #বৃষ্টি
বঙ্গোপসাগর এলাকায় শুক্রবার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। দুই দিন পর এটি আরো ঘনীভূত হতে পারে। লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপে পরিণত হলে আগামী রবিবারের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ শুক্রবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আরো দুই দিন পর এটি নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ হলে বৃষ্টিপাত হতে পারে। এমনকি ঘূর্ণিঝড়ও হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল ৯টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভসে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। রবিবারের পর থেকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আবহাওয়াবিদরা জানান, লঘুচাপটির গতিবিধি, প্রভাব ও কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
নিম্নচাপ হওয়ার পর আমরা বলতে পারব এটা কোন দিকে (গতিবিধি) যাবে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘এটা এখনো স্পষ্ট না। এটা (লঘুচাপ) ভারতের দিকেও যেতে পারে, বাংলাদেশেও আসতে পারে। নিম্নচাপে রূপ নিয়ে বাংলাদেশে এলে এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে।’ ওমর ফারুক জানান, লঘুচাপটি দেশের আরো কাছে এলে দিনের তাপমাত্রা কমতে পারে।
বাড়তে পারে রাতের তাপমাত্রা। সব মিলিয়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে দুই দিনের পূর্বাভাস জনিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রবিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।