ঘন কুয়াশায় যুক্তরাষ্ট্রে দেড় শ গাড়ির সংঘর্ষ, নিহত ৭ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩ নিজস্ব প্রতিনিধি যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের শহর নিউ অরলিন্সের একটি মহাসড়কে ‘সুপারফগ’-এর কারণে ১৫৮টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। ঘটনাটি গতকাল সোমবার সকালের। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, স্যাঁতসেঁতে জৈব উপাদান যেমন গাছপালা থেকে নির্গত ধোঁয়া বাতাসের আর্দ্রতার সঙ্গে মিশে ঘন কুয়াশা বা সুপার ফগের সৃষ্টি হয়। তখন দৃশ্যমানতা ১০ ফুটের চেয়েও কম হয়। এ সময় গাড়ি চালালে দুর্ঘটনার আশঙ্কা থাকে। নিউ অরলিন্সের মহাসড়কে এমনটাই ঘটেছে। একের পর এক গাড়ি একটি অপরটির সঙ্গে ধাক্কা খেয়েছে। দেশটির পুলিশ দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মহাসড়কে একটি সেতুর উভয় লেনে গাড়ির জট লেগে আছে। গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের পর বেশ কয়েকটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জনেরও বেশি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: #যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের শহর নিউ অরলিন্সের একটি মহাসড়কে ‘সুপারফগ’-এর কারণে ১৫৮টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। ঘটনাটি গতকাল সোমবার সকালের। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, স্যাঁতসেঁতে জৈব উপাদান যেমন গাছপালা থেকে নির্গত ধোঁয়া বাতাসের আর্দ্রতার সঙ্গে মিশে ঘন কুয়াশা বা সুপার ফগের সৃষ্টি হয়।
তখন দৃশ্যমানতা ১০ ফুটের চেয়েও কম হয়। এ সময় গাড়ি চালালে দুর্ঘটনার আশঙ্কা থাকে। নিউ অরলিন্সের মহাসড়কে এমনটাই ঘটেছে। একের পর এক গাড়ি একটি অপরটির সঙ্গে ধাক্কা খেয়েছে।
দেশটির পুলিশ দুর্ঘটনার কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মহাসড়কে একটি সেতুর উভয় লেনে গাড়ির জট লেগে আছে। গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের পর বেশ কয়েকটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জনেরও বেশি।