শেখ হাসিনাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে : আব্দুর রহমান ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩ নিজস্ব প্রতিনিধি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে বিস্ময়কর উন্নয়ন করে সারা পৃথিবীতে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর, কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে উপহার দিচ্ছেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে শেখ হাসিনাকে বিপুল ভোটের ব্যবধানে দেশের মানুষ বিজয়ী করবেন বলে আমি মনে-প্রাণে বিশ্বাস করি। আজ শুক্রবার বিকেলে অবিভক্ত বাংলার জাতীয় পরিষদের সদস্য ভূপেন্দ্র কুমার দত্ত স্মরণে ফরিদপুরের বোয়ালমারীর ঠাকুরপুর বাজার সংলগ্ন এলাকায় ১৬ দলীয় হা-ডু-ডুর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। গ্রাম-বাংলার সংস্কৃতির কথা উল্লেখ করে আব্দুর রহমান আরো বলেন, হা-ডু-ডু খেলা আমাদের গ্রাম-বাংলার সংস্কৃতি। বাংলার জারি-সারি-বাউল গান এবং তার সুরে সুরে মানুষ মানুষের প্রতিটি হৃদয়ের ভালোবাসা প্রকাশ করবার যে মাধ্যম এটিই আমাদের বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি। এই হা-ডু-ডু খেলা একসময় বিলীন হয়ে গিয়েছিল। সেই খেলা পল্লী-গ্রামে আয়োজন করে আবার ফেরত এনে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আয়োজক কমিটিকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। আপনাদের কাছে অনুরোধ, সেই নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আর আমি যদি আপনাদের সন্তান প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি, তাহলে এই এলাকাকে উন্নয়নে সাজিয়ে দেব। ময়না ইউনিয়নসহ বোয়ালমারীকে উন্নয়নের মডেল হিসেবে উপহার দেব ইনশাআল্লাহ। খেলার সমন্বয়কারী ও সভাপতি ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র কুমার দত্তের পরিবারের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক রতন কুমার সাহা, স্বপন কুমার সাহা, প্রধান শিক্ষক আনিসুজ্জামান, ফরিদপুরের সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল কালাম আজাদ, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, যুগ্ম আহ্বায়ক দাউদুজ্জামান, চৌধুরী রায়হান রকি, মৎস্যজীবী লীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম রাজু, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মান্নান বিশ্বাস, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মুজিবুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পরশ শিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান ও সমাজসেবক আশরাফুজ্জামান মিলনসহ আরো অনেকে। স্থানীয় যুবসমাজের আয়োজনে শুক্রবার বিকেলে হা-ডু-ডু ফাইনাল খেলায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের সমাগম ঘটে। খেলায় বোয়ালমারী পৌরসভার আধারকোঠা হা-ডু-ডু একাদশ গুণবহা ইউনিয়নের অমৃতনগর হা-ডু-ডু একাদশকে তিন গোলে পরাজিত করে। SHARES রাজনীতি বিষয়: #আব্দুর রহমান
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, শেখ হাসিনা দেশে বিস্ময়কর উন্নয়ন করে সারা পৃথিবীতে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর, কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে উপহার দিচ্ছেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে শেখ হাসিনাকে বিপুল ভোটের ব্যবধানে দেশের মানুষ বিজয়ী করবেন বলে আমি মনে-প্রাণে বিশ্বাস করি।
আজ শুক্রবার বিকেলে অবিভক্ত বাংলার জাতীয় পরিষদের সদস্য ভূপেন্দ্র কুমার দত্ত স্মরণে ফরিদপুরের বোয়ালমারীর ঠাকুরপুর বাজার সংলগ্ন এলাকায় ১৬ দলীয় হা-ডু-ডুর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। গ্রাম-বাংলার সংস্কৃতির কথা উল্লেখ করে আব্দুর রহমান আরো বলেন, হা-ডু-ডু খেলা আমাদের গ্রাম-বাংলার সংস্কৃতি। বাংলার জারি-সারি-বাউল গান এবং তার সুরে সুরে মানুষ মানুষের প্রতিটি হৃদয়ের ভালোবাসা প্রকাশ করবার যে মাধ্যম এটিই আমাদের বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি। এই হা-ডু-ডু খেলা একসময় বিলীন হয়ে গিয়েছিল।
সেই খেলা পল্লী-গ্রামে আয়োজন করে আবার ফেরত এনে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আয়োজক কমিটিকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে। আপনাদের কাছে অনুরোধ, সেই নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আর আমি যদি আপনাদের সন্তান প্রধানমন্ত্রীর পাশে থাকতে পারি, তাহলে এই এলাকাকে উন্নয়নে সাজিয়ে দেব।
ময়না ইউনিয়নসহ বোয়ালমারীকে উন্নয়নের মডেল হিসেবে উপহার দেব ইনশাআল্লাহ। খেলার সমন্বয়কারী ও সভাপতি ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূপেন্দ্র কুমার দত্তের পরিবারের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক রতন কুমার সাহা, স্বপন কুমার সাহা, প্রধান শিক্ষক আনিসুজ্জামান, ফরিদপুরের সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল কালাম আজাদ, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, যুগ্ম আহ্বায়ক দাউদুজ্জামান, চৌধুরী রায়হান রকি, মৎস্যজীবী লীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম রাজু, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মান্নান বিশ্বাস, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মুজিবুর রহমান, জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পরশ শিকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান ও সমাজসেবক আশরাফুজ্জামান মিলনসহ আরো অনেকে। স্থানীয় যুবসমাজের আয়োজনে শুক্রবার বিকেলে হা-ডু-ডু ফাইনাল খেলায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের সমাগম ঘটে। খেলায় বোয়ালমারী পৌরসভার আধারকোঠা হা-ডু-ডু একাদশ গুণবহা ইউনিয়নের অমৃতনগর হা-ডু-ডু একাদশকে তিন গোলে পরাজিত করে।