উসকানি দিয়ে পোশাক শ্রমিকদের বিভ্রান্ত করছে বিএনপি : কাদের

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩

নিজস্ব প্রতিনিধি

উসকানি দিয়ে বিএনপি পোশাক কারখানার শ্রমিকদের বিভ্রান্ত করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন,  এখানে পরিষ্কারভাবে বিএনপি ও তাদের দোসরদের কালো হাত আছে। তারাই উসকানি দিয়ে, গুজব সৃষ্টি করে নিরীহ শ্রমিকদের বিভ্রান্ত করছে।

শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথ সভায় কাদের এসব কথা বলেন।

পোশাক কারখানার বিষয়টি প্রধানমন্ত্রী নিয়মিত ‘মনিটরিং’ করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এটা নিয়ে খুব একটা ষড়যন্ত্র করে… ওই ২৮ তারিখের মতো কিছু একটা করবে সে আশার গুড়ে বালি। আমরা আশা করি, শ্রমিকরা নিজেরা নিজেদের ক্ষতি করবে না।’ 

পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এখন দেশের অবস্থাও বুঝতে হবে। নেত্রী গতকাল (বৃহস্পতিবার) পরিষ্কার করে সেটি ব্যাখ্যা দিয়েছেন।

সেখানে বিজিএমইএর দু-একজন নেতাও ছিলেন। তারা শুনেছেন। এ ব্যাপারে বেশির ভাগ সমাধান হয়ে গেছে। তবে কোনাবাড়ি ও আশুলিয়া, এ দুইটা জায়গায় কিছু সমস্যা আছে।
কাদের বলেন, ‘শ্রমিকদের অন্ন-বস্ত্র ও বাসস্থানের সংস্থান করে যে চাকরি, সে চাকরি নিয়ে তারা যদি বিভ্রান্ত হয় তাহলে ক্ষতিটা বাংলাদেশের হবে এবং শ্রমিকদের নিজেদেরও হবে। গুজব সৃষ্টিকারীদের কিছুই হবে না। তারা গণ্ডগোল পাকাবে এবং নিজেদের পকেট ভারী করবে। তাদের খারাপ মিশন আছে। কাজেই তাদের কথায় কেউ যেন বিভ্রান্ত না হয়।’

 

বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলকে মোকাবেলা ও নির্বাচনের পরিবেশ বজায় রাখতে দুই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ এগোচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। বলেন, ‘নির্বাচনের আগে আমাদের দুইটা কাজ। এর মধ্যে একটা হলো নির্বাচনের প্রস্তুতি। আরেকটা হলো বিএনপির নেতৃত্বে বিরোধী দলের আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা মোকাবেলা করে নির্বাচনের পরিবেশ বজায় রাখা।’

সামনে কঠিন পথ অতিক্রম করার জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের আরো সতর্ক থাকতে হবে, যেসব জায়গায় তারা হামলা চালায়, সেসব জায়গায় উপস্থিতি জোরদার করতে হবে। প্রস্তুতি নিয়ে, জায়গা চিহ্নিত করে অবস্থান নিয়ে সতর্ক পাহারায় থাকতে হবে।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।