প্রায় ৭ ঘণ্টা পর ফেরি চালু

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৩

০৪ জানুয়ারি ২৩

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে প্রায় সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল দশটার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিনগত রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার বেলা ১০টায় বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান সমকালকে জানান, কুয়াশা কিছুটা কমেছে। ফলে এ দুই নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রায় সাত ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল নয়টায় দেখা যায়, পাটুরিয়া-ঢাকা মহাসড়কের নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় কয়েকশ বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে আছে। ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহান মানুষজন।

 

 

ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী রাজবাড়ী পরিবহনের যাত্রী রহিজ উদ্দিন বুধবার সকাল ১০টায় সমকালকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে পাটুরিয়া ঘাটে এসে আটকা পড়ি। বাস এখন ফেরিতে উঠছে।

আরেক যাত্রী শিউলি আক্তার বলেন, তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।