মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ময়মনসিংহের গৌরীপুর সরকারী কলেজে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪ দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । আজ ২৬ মার্চ, ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপর সরকারি কলেজ মিলনায়তনে ( মঙ্গলবার ) সকাল ১০ ঘটিকায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর সরকারী কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানেমালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্যাডেট আতিক এবং গীতা পাঠ করেন রোভার রিমি বিশ্বাস। পরে শিক্ষক পর্যায়ে বক্তব্য রাখেন নবযোগদানকারী গৌরীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল হামিদ। এতে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর জিল্লুর রহমান, বিভাগীয় প্রধান সমাজকর্ম বিভাগ, প্রফেসর আয়েশা আফরোজ বিভাগীয় প্রধান বাংলা বিভাগ , সামিউল করিম ( সম্পাদক ) সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা পরিষদ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন একেএম মফিজুল ইসলাম সহযোগী অধ্যাপক গণিত বিভাগ, মোঃ শহীদুল্লাহ্ কাইছার সহযোগী অধ্যাপক পদার্থ বিদ্যাবিভাগ, রোজিনা আক্তার প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ এবং সমাপনী বক্তব্য রাখেন সভাপতি মোঃ রেজাউর রহমান, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ । এর পূর্বে অত্র কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্র ছাত্রী, রোভার স্কাউটস ও বিএনসিসি যৌথভাবে কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। SHARES জেলা/উপজেলা বিষয়: