এ বছর আলোচনায় থাকবে যে ৮ সিনেমা

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪
২০২৪ সালে মুক্তি প্রতীক্ষিত সিনেমা
নিজস্ব প্রতিবেদক

গেল বছরের ১০ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমা ‘যন্ত্রণা’। তারপর আর দেশীয় সিনেমা মুক্তি পায়নি। তবে দেশী ছবি মুক্তি না পেলেও গত দেড় মাস জুড়ে দেশের সিনেমা হল গুলোতে চলেছে বলিউডের সিনেমা। সেসব সিনেমার তালিকায় ছিলো অ্যানিমেল থেকে ডানকি সবই।

অবশ্য এসব সিনেমা দেখতে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলের চেয়ে মাল্টিপ্লেক্সে ছিল দর্শকের চাপ। 

অন্যদিকে, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল-অবরোধে দেশীয় সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন প্রযোজক ও নির্মাতারা। নতুন বছরের প্রথম সপ্তাহেও মুক্তি পাবে না কোনো সিনেমা। ফলে টানা সাত সপ্তাহ ধরে দেশের প্রেক্ষাগৃহে চলছে না কোনো দেশীয় সিনেমা।

তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেমা মুক্তির কথা রয়েছে। অসংখ্য সিনেমা আগাম মুক্তির তারিখ নিয়ে রাখলেও আলোচনা হবে বেশ কয়েকটা সিনেমা নিয়ে। আমাদের চোখে এমন আটটি সিনেমা রয়েছে। চলুন জেনে নিই বিস্তারিত 

fdb
‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান

পেয়ারার সুবাস

গেল নভেম্বরে সেন্সর সার্টিফিকেট পেয়েছে নুরুল আলম আতিক পরিচালিত ও জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’।

জয়া আহসান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই। চলতি বছরে মুক্তি পেতে পারে সিনেমাটি। 

mnbjh
‘দরদ’ সিনেমার দৃশ্য 

দরদ

শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা মুক্তি পেতে পারে এ বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। নির্মাতা অনন্য মানুন সিনেমা নির্মাণের সময় ঘোষণা দিয়েছিলেন, ২০২৪ সালের ২ ফেব্রুয়ারিতে বাংলার পাশাপাশি একই সঙ্গে সিনেমাটি মুক্তি পাবে  হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোনো ছবি ছয়টি ভাষায়  মুক্তি পাবে।

ছবিতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এছাড়া ভারতের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী ও রাহুল দেব অভিনয় করেছেন। তাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন দেশের এলিনা শাম্মী, ইমতু রাতিশ, এবং অতিথি শিল্পী হিসেবে মিস বাংলাদেশ জেসিয়া ইসলাম। 

jkghiuk
‘কাজলরেখা’ সিনেমার অভিনয়শিল্পীরা 

কাজল রেখা

মৈমনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে সরকারী অনুদানে ‘কাজলরেখা’ নির্মাণ করেছেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এটি মূলত ৪০০ বছরের পুরনো গল্প। কাজলরেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে। এরইমধ্যে ছবিটির প্রচারণায় ব্যস্ত নির্মাতা ও কলাকুশলীরা। ফেব্রুয়ারিতে মুক্তির কথা শোনা গেলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি গিয়াসউদ্দিন সেলিম।

v mhum
‘ওমর’ সিনেমার পোস্টার 

ওমর

এ বছরই মুক্তি পেতে পারে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ওমর’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির পোস্টার। এই সিনেমার আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকী, আবু হুরায়রা তানভীর প্রমুখ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ছবির চিত্রায়নে আছেন রাজু রাজ। সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ ও স্যাভি (কলকাতা)।

gfjydj
‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান ও কোর্টনি কফি

রাজকুমার

শাকিব খানকে নিয়ে প্রিয়তমার পর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’ নির্মাণ করছেন পরিচালক হিমেল আশরাফ। পাবনা থেকে এক তরুণের আমেরিকা যাওয়ার গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এছাড়া রয়েছেন সুবর্ণা মোস্তফা, আফজাল হোসেন, ফারুক আহমেদ, ডা. এজাজ, এবং মুকিত জাকারিয়াসহ আরও অনেকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

cvnfgn
‘দেয়ালের দেশ’ সিনেমার পোস্টার

দেয়ালের দেশ

সরকারি অনুদানে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’-এ অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। গত অক্টোবরে ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আসেনি। তবে চলতি বছর যে কোনো সময় মুক্তি পেতে পারে সিনেমাটি।

vcbbhnfcg
‘তুফান’ সিনেমায় শাকিব খান

তুফান

নির্মাতা রায়হান রাফি প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ‘তুফান’। সিনেমাটি মুক্তি পেতে পারে ঈদ-উল-আজহায়। তুফান নির্মিত হচ্ছে ভারতের এসভিএফ এবং বাংলাদেশের চরকি ও আলফা আই স্টুডিওজের প্রযোজনায়। প্রথমবারের মত এমন বিশাল আয়োজনে সুরঙ্গ-খ্যাত পরিচালক সংমিশ্রণ ঘটাবেন রোমান্স, সাইকো থ্রিলার ও অ্যাকশনের।

fgyjk
‘বলী: দ্য রেসলার’ সিনেমার পোস্টার

বলী

ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী: দ্য রেসলার’ সিনেমা মুক্তি পেতে পারে এ বছর। এ সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারের পাশাপাশি ব্যাপক প্রশংসা পেয়েছিল।

এসব ছবির বাইরেও মুক্তির অপেক্ষায় আছে নির্মাতা অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’। ফেরদৌসী মজুমদ অভিনীত ‘আগন্তুক’,আরিফিন শুভ অভিনীত ‘নীল চক্র’, ‘ফুটবল ৭১’,  অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার’, শরিফুল রাজের ‘কবি’, পূজা চেরী আদর আজাদের ‘নাকফুল’, অভিনেতা জিয়াউল রোশানের ‘রিভেঞ্জ’, ‘মায়া দ্য লাভ’, ‘ডেড বডি’ ইত্যাদি।