জীবনে দরকার এমনই একজন মেধা, ডিজনি প্লাস হটস্টারের হট নায়িকা। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪ মেধা শঙ্কর বিনোদন প্রতিবেদক বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ মুক্তি পেয়েছিল ২৭ অক্টোবর। ২০ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে আয় করে ৬৬ কোটি ভারতীয় রুপি। নির্মাণ ব্যয়ের তিন গুণেরও বেশি আয়, নির্দ্বিধায় সুপারহিট। গত সপ্তাহে [২৯ ডিসেম্বর] ছবিটি আসে ওটিটিতে। ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর বাংলাদেশে এই মুহূর্তে তুমুল আলোচনায় ছবিটি। কলেজে ফেল করেও একেবারে হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা মনোজ কুমার শর্মার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার হওয়ার গল্প। অথচ গল্পের মূল চরিত্র মনোজের চরিত্রে অভিনয় করা বিক্রান্ত ম্যাসির চেয়েও বেশি আলোচনায় মেধা শঙ্কর। ছবিতে মনোজের প্রেমিকা শ্রদ্ধা যোশীর চরিত্রে অভিনয় করেছেন মেধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হচ্ছে মেধাকে নিয়ে। অনেকেই মন্তব্য করছে, সবার জীবনে মেধার মতোই একজন নারী দরকার। কিন্তু কে এই মেধা? ভারতের উত্তর প্রদেশের নয়ডায় জন্ম নেওয়া মেধা চেয়েছিলেন গায়িকা হতে। শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন শৈশবেই। অবশ্য তাঁর গানচর্চা বৃথা যায়নি। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে ব্যবহৃত হয়েছে তাঁর কণ্ঠের গান ‘বলো না’। দর্শক-শ্রোতারা সেটিও পছন্দ করেছে। অভিনয়ে বেশিদিন হয়নি দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করা মেধার। পরিবারের চারকুলে নেই শোবিজের কেউ। অভিনেত্রী হতে গিয়ে তাই বারবার প্রত্যাখ্যাত হয়েছিলেন। ২০১৯ সালে সুযোগ পান ব্রিটিশ টিভি সিরিজ ‘বিচাম হাউস’-এ। ছোট্ট চরিত্র, সেভাবে আলোচনাও হয়নি তাঁকে নিয়ে। ‘টুয়েলভথ ফেল’-এর পর এখন তিনি রীতিমতো তারকা! ‘পারিন্দা’, ‘১৯৪২ : আ লাভ স্টোরি’ ছবির পরিচালক এবং ‘মুন্না ভাই এমবিবিএম’, ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়টস’-এর মতো বহু সফল ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়ার ছবিতে সুযোগ পাওয়াটা চাট্টিখানি কথা নয়! অডিশন দিয়েই তিনি সুযোগ পেয়েছেন।একবার, দুবার নয়, দফায় দফায় তাঁকে দিতে হয়েছে স্ক্রিন টেস্ট। মেধা যেন আশাহত না হন, তাঁকে সাহস জোগাতে বিধু বিনোদ চোপড়া বলেছিলেন, ‘পরিণীতা’র জন্য বিদ্যা বালানের ২৬ বার স্ক্রিন টেস্ট নিয়েছিলেন। মেধা তখন বলেছিলেন, ‘স্যার, ২৬ হাজারবার আমার টেস্ট নিন। আমার কোনো সমস্যা নেই।’ ধৈর্যর ফল হাতেনাতেই পেলেন। ‘টুয়েলভথ ফেল’ মুক্তির পর সাধারণ দর্শক তো বটেই, সমালোচকরাও সিনেমায় মেধার অভিনয়ে মুগ্ধ। এমনকি বিদ্যা বালানের ফোনও পেলেন মেধা। তাঁর পরের ছবি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিদ্যা, এটাও বলেছেন।পর্দার শ্রদ্ধার মতো মেধাও বাস্তবে শান্তশিষ্ট স্বভাবের। গুছিয়ে পথ চলতে পছন্দ করেন। ‘টুয়েলভথ ফেল’-এর পর এখন একের পর এক নতুন ছবি-সিরিজের প্রস্তাব পাচ্ছেন। মেধা পা ফেলতে চান দেখেশুনে। SHARES বিনোদন বিষয়: মেধা‘টুয়েলভথ ফেল’
বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ মুক্তি পেয়েছিল ২৭ অক্টোবর। ২০ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে আয় করে ৬৬ কোটি ভারতীয় রুপি। নির্মাণ ব্যয়ের তিন গুণেরও বেশি আয়, নির্দ্বিধায় সুপারহিট। গত সপ্তাহে [২৯ ডিসেম্বর] ছবিটি আসে ওটিটিতে।
বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ মুক্তি পেয়েছিল ২৭ অক্টোবর। ২০ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে আয় করে ৬৬ কোটি ভারতীয় রুপি। নির্মাণ ব্যয়ের তিন গুণেরও বেশি আয়, নির্দ্বিধায় সুপারহিট। গত সপ্তাহে [২৯ ডিসেম্বর] ছবিটি আসে ওটিটিতে।
ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর বাংলাদেশে এই মুহূর্তে তুমুল আলোচনায় ছবিটি। কলেজে ফেল করেও একেবারে হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা মনোজ কুমার শর্মার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার হওয়ার গল্প। অথচ গল্পের মূল চরিত্র মনোজের চরিত্রে অভিনয় করা বিক্রান্ত ম্যাসির চেয়েও বেশি আলোচনায় মেধা শঙ্কর। ছবিতে মনোজের প্রেমিকা শ্রদ্ধা যোশীর চরিত্রে অভিনয় করেছেন মেধা।
ডিজনি প্লাস হটস্টারে মুক্তির পর বাংলাদেশে এই মুহূর্তে তুমুল আলোচনায় ছবিটি। কলেজে ফেল করেও একেবারে হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা মনোজ কুমার শর্মার ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার হওয়ার গল্প। অথচ গল্পের মূল চরিত্র মনোজের চরিত্রে অভিনয় করা বিক্রান্ত ম্যাসির চেয়েও বেশি আলোচনায় মেধা শঙ্কর। ছবিতে মনোজের প্রেমিকা শ্রদ্ধা যোশীর চরিত্রে অভিনয় করেছেন মেধা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হচ্ছে মেধাকে নিয়ে। অনেকেই মন্তব্য করছে, সবার জীবনে মেধার মতোই একজন নারী দরকার। কিন্তু কে এই মেধা? ভারতের উত্তর প্রদেশের নয়ডায় জন্ম নেওয়া মেধা চেয়েছিলেন গায়িকা হতে। শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন শৈশবেই।
ভারতের উত্তর প্রদেশের নয়ডায় জন্ম নেওয়া মেধা চেয়েছিলেন গায়িকা হতে। শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছেন শৈশবেই।
অবশ্য তাঁর গানচর্চা বৃথা যায়নি। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে ব্যবহৃত হয়েছে তাঁর কণ্ঠের গান ‘বলো না’। দর্শক-শ্রোতারা সেটিও পছন্দ করেছে। অভিনয়ে বেশিদিন হয়নি দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করা মেধার। পরিবারের চারকুলে নেই শোবিজের কেউ।
অভিনেত্রী হতে গিয়ে তাই বারবার প্রত্যাখ্যাত হয়েছিলেন। ২০১৯ সালে সুযোগ পান ব্রিটিশ টিভি সিরিজ ‘বিচাম হাউস’-এ। ছোট্ট চরিত্র, সেভাবে আলোচনাও হয়নি তাঁকে নিয়ে। ‘টুয়েলভথ ফেল’-এর পর এখন তিনি রীতিমতো তারকা! ‘পারিন্দা’, ‘১৯৪২ : আ লাভ স্টোরি’ ছবির পরিচালক এবং ‘মুন্না ভাই এমবিবিএম’, ‘পিকে’ ও ‘থ্রি ইডিয়টস’-এর মতো বহু সফল ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়ার ছবিতে সুযোগ পাওয়াটা চাট্টিখানি কথা নয়! অডিশন দিয়েই তিনি সুযোগ পেয়েছেন।একবার, দুবার নয়, দফায় দফায় তাঁকে দিতে হয়েছে স্ক্রিন টেস্ট। মেধা যেন আশাহত না হন, তাঁকে সাহস জোগাতে বিধু বিনোদ চোপড়া বলেছিলেন, ‘পরিণীতা’র জন্য বিদ্যা বালানের ২৬ বার স্ক্রিন টেস্ট নিয়েছিলেন। মেধা তখন বলেছিলেন, ‘স্যার, ২৬ হাজারবার আমার টেস্ট নিন। আমার কোনো সমস্যা নেই।’ ধৈর্যর ফল হাতেনাতেই পেলেন। ‘টুয়েলভথ ফেল’ মুক্তির পর সাধারণ দর্শক তো বটেই, সমালোচকরাও সিনেমায় মেধার অভিনয়ে মুগ্ধ। এমনকি বিদ্যা বালানের ফোনও পেলেন মেধা। তাঁর পরের ছবি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিদ্যা, এটাও বলেছেন।পর্দার শ্রদ্ধার মতো মেধাও বাস্তবে শান্তশিষ্ট স্বভাবের। গুছিয়ে পথ চলতে পছন্দ করেন। ‘টুয়েলভথ ফেল’-এর পর এখন একের পর এক নতুন ছবি-সিরিজের প্রস্তাব পাচ্ছেন। মেধা পা ফেলতে চান দেখেশুনে।
ধৈর্যর ফল হাতেনাতেই পেলেন। ‘টুয়েলভথ ফেল’ মুক্তির পর সাধারণ দর্শক তো বটেই, সমালোচকরাও সিনেমায় মেধার অভিনয়ে মুগ্ধ। এমনকি বিদ্যা বালানের ফোনও পেলেন মেধা। তাঁর পরের ছবি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিদ্যা, এটাও বলেছেন।পর্দার শ্রদ্ধার মতো মেধাও বাস্তবে শান্তশিষ্ট স্বভাবের। গুছিয়ে পথ চলতে পছন্দ করেন। ‘টুয়েলভথ ফেল’-এর পর এখন একের পর এক নতুন ছবি-সিরিজের প্রস্তাব পাচ্ছেন। মেধা পা ফেলতে চান দেখেশুনে।