উপজেলা নির্বাচন নিয়ে বিএনপিতে দুই মত

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপিতে দুই ধরনের মত তৈরি হয়েছে। তবে নির্বাচনে যাওয়ার পক্ষে নেতাকর্মীদের অবস্থান এবার জোরালো হচ্ছে। একই সঙ্গে আপাতত হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচির বিপক্ষেও দলে শক্ত মত তৈরি হয়েছে। উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপির ভেতরে ভিন্নমত থাকলেও কঠোর কর্মসূচির বিপক্ষে প্রায় সবার অবস্থান এক।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই দুটি বিষয় নেতাকর্মীদের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। দলের তৃণমূলের নেতাকর্মীরাও মনে করেন, স্বাভাবিক রাজনীতিতে ফিরতে হলে এই দুই বিষয়কে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ কৌশল ঠিক করতে হবে।

উপজেলা নির্বাচন নিয়ে বিএনপিতে দুই মত

কয়েক বছর ধরে জাতীয় সংসদসহ সব ধরনের নির্বাচন বর্জন করেছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে।

ফলে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তনের সময় এসেছে বলে মনে করছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

গত ১৬ জানুয়ারি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, আসন্ন রমজানের আগে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। গত দুই দিনে বিএনপির ভেতরেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও এ বিষয়ে কয়েকজন কথা তুলেছেন। 

তবে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করেন, উপজেলা নির্বাচনে যাওয়ার কৌশল খোঁজা উচিত। তৃণমূলের এই নির্বাচনে গেলে বিএনপির রাজনীতিতে চাঙ্গাভাব ফিরে আসবে। নির্বাচনে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এর মাধ্যমে বিএনপি স্বাভাবিক রাজনীতিতে ফিরতে পারবে।