‘বাসায় ফিরেই ইলহামের সাথে খেলায় মজে গেছেন ফারুকী’

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪
মোস্তফা সরয়ার ফারুকী ও মেয়ে ইলহাম নুসরাত ফারুকী

বিনোদন প্রতিবেদক

মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে কয়েকদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর কেবিনে স্থানান্তর করা হয়। আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছেন ফারুকী। গতকাল বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই নির্মাতা।

 

আজ সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকীর আইডি থেকে মেয়ে ইলহাম নুসরাত ফারুকীর সঙ্গে কিছু ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, মেয়ের সঙ্গে বিছানায় শুয়েই খেলছেন এই নির্মাতা। ছবির ক্যাপশনে লেখা আছে, ‘২৯ তারিখ (গতকাল) মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে রিকভারি হচ্ছে।

বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’
 

নির্মাতা ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান ইলহাম নুসরাত ফারুকী।

সর্বশেষ ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পেয়েছে ফারুকীর পরিচালনায় ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এটিতে প্রথমবারের মতো অভিনয়ও করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত বেশ কয়েকটি সিনেমা।

এর মধ্যে নো ল্যান্ডস ম্যান, মনোপলি উল্লেখযোগ্য। 

ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তাঁর নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে- ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি।