পরশুরামে মাটি-মাফিয়ারা বেপরোয়া।

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩

পরশুরামে
মাটি-মাফিয়ারা বেপরোয়া
***********************************
শিবব্রত(বিশেষ প্রতিনিধি)
****************************************
পরশুরাম উপজেলার পৌর এলাকা সহ সবকটি ইউনিয়নের ফসলী জমি হতে গত দুই মাস যাবৎ মাটি কেটে বিক্রয় করার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে। চক্রটির সদস্যরা নিজেদেরকে ক্ষমতাসীন দলের নেতা বলে পরিচয় দিয়ে দিনের পর দিন মাটি বিক্রয় করে যাচ্ছে। এলাকা বাসী তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে। মাটি খেকো চক্রটি ফসলী সম্পত্তির মাটি কেটে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতিদিন রাত ৮ টার পর থেকে সারারাত ধরে ৩০ হতে ৪০ টির মতো ট্রাক এবং বড় ট্রলি করে পরশুরামে এর বিভিন্ন এলাকা থেকে ফসলী জমির এই মাটি কেটে নিচ্ছে এই মাটি খেকোরা।। কিছুদিন আগে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে মাটি কাটা বন্ধের নির্দেশ দিলেও কয়েকদিন বন্ধ রাখার পর আবারো শুরু করেছে মাটি কাটার মহোৎসব। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট থানাকে টাকার বিনিময়ে ম্যানেজ করে জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। ১১ ই জানুয়ারি (বুধবার) রাত ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পরশুরাম পৌরসভার অনন্তপুর, সলিয়া ৩নং চিথলিয়া ইউনিয়নের নোয়াপুর,রামপুর,অলকা,১নং মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেব নগর এবং কাউতলির ফসলী জমি থেকে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছে ‌‌। ওইসব মাটি বিক্রেতাদের অনেকের ইস্কোভেটর রয়েছে। অনেক জমিতে এবং আশেপাশের বিশাল জায়গা হতে মাটি বিক্রি করে বড় বড় গর্ত করে ফেলেছে। এলাকাবাসী জানায়, প্রতিদিন সন্ধ্যা হলে শুরু হয় ট্রাকে ট্রাকে মাটি কাটা। এবং সে মাটিগুলো ঠিকাদার ওদের থেকে অল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ইটভাটা বা জায়গা ভরাটের জন্য ইটভাটা এবং জায়গার মালিকদের কাছে চড়া মূল্যে বিক্রি করে। তাছাড়াও বিভিন্ন এলাকায় এই মাটি বিক্রি হচ্ছে। এলাকাবাসীর মতে, ফসলী জমি এবং নদীর বাঁধের মাটি বিক্রির বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু এই মাটি বিক্রয় গাড়ী গুলো হতে মাটি পড়ে পড়ে সড়কে যে অবস্থা হচ্ছে তাতে কিছু দিন পর একটু বৃষ্টি হলেই সড়ক গুলো যথায়াতের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টির পানি আর মাটির কাদাঁয় মোটরসাইকেল, সিএনজি, রিকশা চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়। সুতরাং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানায় তারা। এ ব্যাপারে জানতে চাইলে পরশুরাম পৌর সভা সুত্র জানায়, জমি হতে সরকারের অনুমতি ব্যতীত মাটি বিক্রি করা গুরুতর অপরাধ। কেউ যদি এটা করে থাকে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। আর কেউ রাজনৈতিক পরিচয় দিয়ে মাটি কাটা, ভূমি দখল, এসমস্ত করে থাকলে মাননীয় ভূমিমন্ত্রীর স্পষ্ট নির্দেশ তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশাসনিক উভয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি সরেজমিনে গিয়ে পরিদর্শন করবে বলেও জানায় ওই সুত্র। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক পরশুরাম উপজেলা আওয়ামীলীগের কয়েক জন সিনিয়র সদস্য জানান, আমরা প্রত্যেক বছর দেখছি এবং শুনছি এই সিজনে ফসলী জমি থেকে রাতের আঁধারে মাটি কাটা হয়। মাটি কাটতে গিয়ে কেউ যদি রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে ক্ষমতা দেখিয়ে থাকে তাহলে আমাদের জোর দাবী থাকবে প্রশাসন যেন দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার শমসাদ বেগম বলেন, ফসলী জমি সহ সকাল প্রকার মাটি কাটার অভিযোগে সরেজমিনে গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। কেউ যদি নির্দেশ অমান্য করে ফসলী জমিসহ নদীর বাঁধ থেকে অবৈধভাবে মাটি কাটে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।