ঢাকার কেরাণীগঞ্জে নব্য ভাড়াটিয়া ভূমিদস্যু চক্রের উদ্ভব ; আতঙ্কে ভূমির মালিক

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

 

স্টাফ রিপোর্টার: সম্প্রতি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে নব্য ভাড়াটিয়া ভূমি দখল চক্রের উদ্ভব ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে এরা ঢাকার স্থানীয় কেউ নয়। বিভিন্ন জেলা থেকে আগত ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ ভূমি দখলকারী চক্র। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই গ্রুপের মূল হোতা বরিশালের হেমায়েত মোল্লা। টাকার বিনিময়ে চুক্তিতে অন্যের জমি দখল করে দেয়াই এদের কাজ। এই চক্রটি গত ৭ মার্চ ২০২৪ ঢাকা মাওয়া হাইওয়ে মহাসড়কের পাশে অবস্থিত বাঘৈর মৌজায় শাকিল আহমেদ গং এর ৯২ শতাংশ জমিতে টাকার বিনিময়ে চুক্তিতে বাউন্ডারি ওয়াল করে দেয়ার পায়তারা করলে শাকিল থানাকে অবহিত করে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহস্যজনকভাবে কিছু সময় অবস্থান করে ফিরে আসে। এটা অত্যন্ত দুখজনক বিধায় এ চক্রটির বিরুদ্ধে শাকিল আহমেদ ইতোমধ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপিসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নিকট অভিযোগ করেছেন। আমাদের রিপোর্টারকে শাকিল আহমেদ জানান, উক্ত ভূমির মূল জ্যোতের মালিক বসন্ত কুমারী দাস্যা, স্বামী: দ্বার কানাথ সাহার বৈধ ওয়ারিশগণের নিকট হতে ৮/৯ বছর পূর্বে শাকিল আহমেদ গং রেজিষ্ট্রি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখলে রয়েছেন। উক্ত জমিতে ভোগ দখলের নিমিত্তে সাহাবুদ্দিন ভূইয়া, আব্দুস সালাম ফকির, খন্দকার গিয়াস উদ্দিন গং, ভূয়া দলিলাদী সৃজন করে জমি দাবি করলে সাকিল বারংবার তাদের কাগজপত্র নিয়ে বসতে বলেন। কিন্তু তারা না বসে হঠাৎ থানাকে ম্যানেজ করে ও ভাড়াটিয়া ভূমি দখল চক্রের হোতা হেমায়েত মোল্লার সাথে টাকায় চুক্তিবদ্ধ হয়ে দখল নেয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে শাকিলের গচ্ছিত রাখা ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। আমাদের রিপোর্টার হেমায়েত মোল্লার মুঠোফোনে বার বার ফোন দিলেও রিসিভ করেননি।
এ চক্রের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ইদানিং শাকিলের পার্টনার মোঃ হুমায়ুন কবির, লিংকন গংদের নানাভাবে হুমকি দিচ্ছে এ চক্রটি। এদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহল।