১৯ গোলে নিজের কথাই ভুল প্রমাণ করলেন সাবিনা ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪ নাসরিন স্পোর্টসের গোলোৎসব। ছবি : বাফুফে নিজস্ব প্রতিনিধি নারী লিগে টানা তিন মৌসুম শিরোপা জেতা বসুন্ধরা কিংস এবার নেই। কিংসের খেলোয়াড়রা দলে বেঁধে যোগ দিয়েছেন নাসরিন স্পোর্টস একাডেমিতে। লিগ শুরুর আগে সেই নাসরিনের অধিনায়ক সাবিনা খাতুন দলগুলোর শক্তিমত্তা বিচারে বলেছিলেন, ‘এবারের আসরটা এক তরফা হবে না।’ তবে নাসরিন স্পোর্টিং নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে সেই একতরফা পারফরম্যান্সই দেখিয়েছে। জামালপুরের কাচারিপাড়া একাদশকে ১৯-০ গোলে বিদ্ধস্ত করেছে তারা। সাবিনা নিজে করেছেন ৪ গোল। ৪ গোল আরও দুজন- মারিয়া মান্দা ও শামসুন্নাহারের। তিনজন মিলেই করেছেন ১২ গোল। এছাড়া জোড়া গোল মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়ার। মার্জিয়া করেছেন অন্য গোলটি। কাচারিপাড়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন জাতীয় দলে খেলা এই ফুটবলাররা। গত তিন আসরে বসুন্ধরা কিংসের ছিল এমনই দাপট। সবশেষ লিগে তারাও ১৯-০ গোলে জিতেছে। ২০ গোলও ছিল এক ম্যাচে। SHARES খেলাধুলা বিষয়: ভুল প্রমাণসাবিনা১৯ গোল
নারী লিগে টানা তিন মৌসুম শিরোপা জেতা বসুন্ধরা কিংস এবার নেই। কিংসের খেলোয়াড়রা দলে বেঁধে যোগ দিয়েছেন নাসরিন স্পোর্টস একাডেমিতে। লিগ শুরুর আগে সেই নাসরিনের অধিনায়ক সাবিনা খাতুন দলগুলোর শক্তিমত্তা বিচারে বলেছিলেন, ‘এবারের আসরটা এক তরফা হবে না।’ তবে নাসরিন স্পোর্টিং নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে সেই একতরফা পারফরম্যান্সই দেখিয়েছে।
জামালপুরের কাচারিপাড়া একাদশকে ১৯-০ গোলে বিদ্ধস্ত করেছে তারা। সাবিনা নিজে করেছেন ৪ গোল। ৪ গোল আরও দুজন- মারিয়া মান্দা ও শামসুন্নাহারের। তিনজন মিলেই করেছেন ১২ গোল।
এছাড়া জোড়া গোল মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও মাতসুশিমা সুমাইয়ার। মার্জিয়া করেছেন অন্য গোলটি। কাচারিপাড়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন জাতীয় দলে খেলা এই ফুটবলাররা। গত তিন আসরে বসুন্ধরা কিংসের ছিল এমনই দাপট।