রূপগঞ্জে স্টাডি কেয়ার হাই স্কুল থেকে মালামাল চুরি Abu Kowsar Abu Kowsar Mithu প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪ মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু গ্রামে ‘ স্টাডি কেয়ার হাই ‘ স্কুলটি অবস্থিত । উক্ত স্কুলটি ২০১৭ সাল থেকে সুনামের সহিত পাঠ দান কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছে। কতিপয় কিছু দুষ্কৃতিকারী লোক স্কুলটির ক্ষতি সাধন করার পাঁয়তারা করি আসিতেছে বলে জানা যায়। উক্ত প্রতিষ্ঠান হইতে গতকাল ৭ই মে রাতে স্কুল রুমগুলোর দরজা ভেঙ্গে ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার সহ বিভিন্ন সময় ০৬(ছয়)টি সিলিং ফ্যান, ০২ টি পানির কম্প্রেসার পাম্প, ১০০ কেজি রড, ২০ফিট সুয়ারেজ পাইপ, বিদ্যুৎ সংযোগের ৩০ গজ তার, ১ টি টেলিফোন, স্কুল রুমের লাইট । প্রায় ১,৫০,০০০( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে তত্ত্ব দিয়েছেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুরাদ হোসেন। এ ব্যাপারে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে সবাই অপরাধের বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে রুপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: রূপগঞ্জ নারায়ণগঞ্জ