বড়ভাই খুনের মামলায় ছোটভাইয়ের যাবৎজীবন। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৭:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩ দিলীপ কুমার দাস ময়মনসিংহ। ময়মনসিংহে বড় ভাইকে হত্যার দায়ে আকবর আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে জেলার বিশেষ ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ আদেশ দেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুরিশ পরিদর্শক ঝুটন কুমার বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামিনে মুক্ত থাকা আকবর আলীর উপস্থিতিতে তার বড় ভাই আক্তার আলী হত্যা মামলার রায় ঘোষণা করেন বিচারক। মামলার বিবরণে জানা যায়, জেলার মুক্তাগাছায় জয়দা গ্রামে জমি নিয়ে দুই ভাই মো. আক্তার আলী ও ছোট ভাই আকবর আলীর প্রায় প্রতিদিন কলহ লেগে থাকত। ঘটনার দিন ২০১৬ সালের ৩১ জুলাই রাত তিনটার দিকে দুই ভাইয়ের মাঝে ঝগড়া হয়। এ সময় বড় ভাই আক্তার আলী ঘর থেকে না বের হওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করেন আকবর আলী। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ভাইকে হত্যার অপরাধে ছোট ভাইকে পুলিশে সোপর্দ করেন প্রতিবেশীরা। পরদিন আকবর আলীর ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় চাচা আকবর আলীকে আসামি করে মামলা করেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম ও আসামি পক্ষে শিব্বির আহমেদ লিটন মামলাটি পরিচালনা করেন। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: