শেরপুরের ঝিনাইগাতী মুক্তি সমাজ কল্যান সংস্থার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৮:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

 

ইলিয়াস হাওলাদার
সিনিয়র ক্রাইম রিপোর্টার

ঝিনাইগাতির অন্যতম একটি সমাজ সেবক মূলক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ১৪৫ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পহেলা জানুয়ারি রোজ বুধবার দুপুর ১২:০০ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে কম্বলগুলো বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে উদ্ভোদন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল আলম রাসেল। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তাদের আসনে গিয়ে কম্বল তুলে দেন এবং তাদের সকল বিষয়ে খোঁজ-খবর নেন ইউএনও আশরাফুল আলম রাসেল। কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলার সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, সাবেক উপজেলা কমান্ডার মোহাম্মদ সুরুজ্জামান আকন্দ, মুক্তি সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ হুমায়ুন খান, সাংবাদিক আল আমিন ও মোরাদ হোসেন চাঁন প্রমুখ। মুক্তি সমাজ কল্যাণ সংস্থার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাবেক উপজেলা কমান্ডার সুরুজ্জামান আকন্দ ও অন্যান্য মুক্তিযোদ্ধারা। এই মুক্তি সমাজ কল্যাণ সংস্থাটি ১৯৯৪ সাল থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন সময় অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়ে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন এই সংস্থাটি।