কুমিল্লার লালমাই হরিশ্চরে আল-মিনা এস কে হুদা টাওয়ার এর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত।

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

 

ইলিয়াস হাওলাদার
সিনিয়র ক্রাইম রিপোর্টার

শনিবার (৪ জানুয়ারি)
সকাল ১১টায় লালমাই উপজেলার হরিশ্চরে আল মিনা এস কে হুদা টাওয়ার উদ্বোধন করা হয়,
আল-মিনা ডেভেলাপার্সের চেয়ারম্যান ড. শাজাহান মজুমদারের সভাপতিত্বে
অনুষ্ঠান পরিচালিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এহসান মুরাদ, অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা মাসুদ করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা ইমাম হোসাইন, আল-মিনা এস. কে. হুদা টাওয়ারের উপদেষ্টা আব্দুল খালেক মজুমদার, হরিশ্চর চৌরাস্তা বাজার কমিটির সভাপতি মুহাম্মদ শাহজাহান,ল্যান্ড মালিক সামছুল হুদা সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তি ও সাংবাদিক বৃন্দ, অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফিতে কেটে মার্কেটটি উদ্ভোধন করেন।