কুমিল্লা নগরীতে রাস্তার পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা।

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে রাস্তার পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন । এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ব্যবসায়ীদের মালামাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা জেলা পুলিশ এর সহযোগিতায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর বর্জ ব্যবস্থাপনা  কর্মকর্তা মোঃ আলমগীর হেসেন। কুমিল্লা নগরীকে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান
 তিনি জানান -নগরীকে যানজটমুক্ত রাখতে, মানুষের চলাচল সুবিধার জন্য  এই অবৈধ উচ্ছেদ অব্যাহত থাকবে। অভিযানে নগরীর রাস্তার পাশে বসা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ  দিয়ে থাকেন।