ঐতিহ্যের ট্রাকমিছিলের মধ্য দিয়ে কুমিল্লায় শেষ হয়েছে সরস্বতী পূজা। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩ নিজস্ব প্রতিবেদক :ঢাক-ঢোল-কাঁসা, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ঐতিহ্যের ট্রাকমিছিলের মধ্য দিয়ে কুমিল্লায় শেষ হয়েছে সরস্বতী পূজা। আলোক সজ্জা আর ধূপের ধোয়ার সাথে জাকজমক সাজসজ্জা নিয়ে নগরী ও শহরের বিভিন্ন পাড়া থেকে শতাধিক ট্রাকে করে বিদ্যাদেবী সরস্বতী মায়ের প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীরা। শিশু কিশোর তরুন তরুনী মাঝ বয়সী – সবশ্রেণীর শিক্ষার্থীরা তাদের নিজেদের মণ্ডপের সরস্বতী প্রতিমা নিয়ে ঘুরে বেড়ায় পুরো শহরে। গতকাল বিকাল তিনটা থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত চলে এই শোভাযাত্রা। টাউন হল মাঠে ট্রাক মিছিল শুরু সময় উপস্থিত ছিলেন কুমিল্লার সংরক্ষিত নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা এড. আনিছুর রহমান মিঠুসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। অন্যান্য বছরের মত বিপুল উৎসাহ উদ্দীপনায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে শান্তিপূর্ণ ভাবে ট্রাকমিছিলে অংশ নেয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এমপি আঞ্জুম সুলতানা সীমা। তিনি বলেন, বিগত ২০২১ সালে দুর্গাপুজার সময় মন্দিরে কোরআন রাখার পর থেকে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। তাই আমরা হিন্দু সম্প্রদায়ের যে কোন পূজার আগে বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি কিছু পদক্ষেপ নিয়ে থাকি যেন কেউ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে না পারে। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের যে কোন সমস্যা সমাধানে তিনি সব সময় তাদের পাশে থাকবেন। তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে যে কোন সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে সর্বদা সজাগ ও ঐক্যবব্ধ থাকার আহবান জানান। SHARES ধর্ম বিষয়: