চান্দিনা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে লিফ ও জেলেদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩ কুমিল্লা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের এনএটিপি প্রজেক্টর এর অধীনে চান্দিনা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে লিফ ও জেলেদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ফেব্রুয়ারি এ অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। কুমিল্লার চান্দিনা উপজেলা ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার লিফ উপজেলা কর্মকর্তা ও মৎস্য চাষীদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জ জেলার শিমুলিয়া ঘাট পদ্মা নদীর পাড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজজামান মুকুল, লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা, চান্দিনা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, চান্দিনা উপজেলা মৎস্যচাষী, লিফ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে মৎস্য চাষ সম্প্রসারণ, মৎস্য চাষে নানা সমস্যা ও প্রতিকারের উপায়, দেশের অনাবাদি পতিত জমি গুলোতে মৎস্য চাষ সম্প্রসারণ, উন্নত মাছ চাষ প্রযুক্তিসহ নানা বিষয় নিয়ে আলোকপাত করা হয়। লৌহজং উপজেলার চাষী মুরসালিন এর পুকুর পরিদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে শিমুলিয়া ঘাট এলাকায় নিরালা হোটেলে ইলিশ মাছ রান্না করে খাবারের আয়োজন করা হয়। SHARES জেলা/উপজেলা বিষয়: