নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন অফিসে জাতীয় ভোটার দিবস উদযাপন। Abu Kowsar Abu Kowsar Mithu প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৩ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোঃআবু কাওছার মিঠু আজ বৃহস্পতিবার (২ মার্চ)। ৫ম বারের মতো জাতীয় ভোটার দিবস সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে”। জাতীয় ভোটার দিবসে ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হয়। ভোটার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলায় , বন্দর উপজেলা সার্ভার স্টেশন নির্বাচন কমিশন আফিসারের কার্যালয় সকাল সাড়ে ৯ ঘটিকায় উপজেলার সামনের চত্বর হতে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ভোটার দিবস উদযাপন কার্যক্রমের সূচনা করেন। ২০২৩-ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান । অনুষ্ঠানের সভাপতিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তায় বি,এম- কুদরতে খোদা,আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কাদির, ছালিমা হোসেন শান্তা,মহিলা ভাইস চেয়ারম্যান বন্দর উপজেলা, সুরাইয়া ইয়াসমিন সহকারী কমিশনার ভূমি বন্দর।মেহেরুন নাহার মিলি উপজেলা সমবায় কর্মকর্তা , তানিয়া সুলতানা কৃষি সম্প্রসারণ আফিসার, , মো: আরিফুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,মো: আবু ছাহিদ মিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার, মুখলেসুর রহমান চৌধুরী ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাসিক, আবুল কাওসার আশা ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাসিক, আ: সালাম মেম্বার বন্দর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড , সামছুন্নাহার ময়না ৯নং ওয়ার্ড মহিলা মেম্বার বন্দর ইউনিয়ন,সাব্বির আহমেদ সেন্টু সভাপতি বন্দর থানা প্রেসক্লাব, মাওলানা মোঃ মফিজুল ইসলাম সভাপতি জাতীয় ইমাম সমিতি বন্দর উপজেলা, মনজুর আহমেদ মুন্না,সাংবাদিক চ্যানেল জিরো,মজনু সিনিয়র সাংবাদিক দৈনিক খবরের পাতা,শাহরিয়া প্রধান ইমন সাংবাদিক অগ্রবাণী প্রতিদিন, তরিক হোসেন বাপ্পি কার্যনির্বাহী সদস্য বন্দর উপজেলা প্রেসক্লাব, আতোয়ার আনোয়ার ফুয়াদ, বিল্লাল হোসেন, সুহেল মিয়া,আব্দুর রহমান,নিলফা রিলি,ইতি আক্তার প্রমুখ। সমগ্র বাংলাদেশ ব্যাপি ঢাকাসহ আঞ্চলিক ৮ বিভাগ , ৬৪ জেলা ও ৫১৯ টি উপজেলা/থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সকল উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মাঠপর্যায়ের কার্যালয়সহ র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর ৫ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েচ্ছে। বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার (FEMBOSA) চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়। ভোটার তালিকা হালনাগাদ ২০২২ এর তথ্যসমূহ: ১। ০২ মার্চ ২০২২ তারিখে ভোটার সংখ্যা ছিল • পুরুষ : ৫,৭৬,৮৯,৫২৯ পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ উননব্বই হাজার পাঁচশত উনত্রিশ। মহিলা 5,55,97,027 পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ সাতানরাই হাজার সাতাশ। • হিজড়া ৪৫৪ (চারশত চুয়ান্ন] মোট : ১১,৩২,৮৭,০১০ এগার কোটি বত্রিশ লক্ষ সাতাশি হাজার দশ। ২। ০২ মার্চ ২০২২ এর পর হালনাগাদে অন্তর্ভুক্ত ভোটার সংখ্যা : ক) খসড়া ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত ভোটার অন্তর্ভূক্তি: ১৫ জানু: ২০২৩ তারিখে খসড়া তালিকা প্রকাশ। পুরুষ: ৪০,৭২,৪৫৫ [চল্লিশ লক্ষ বাহাত্তর হাজার চারশত পঞ্চান্ন। মহিলা: ৩৯,১০,৪৩৯ (ঊনচল্লিশ লক্ষ দশ হাজার চারশত উনচল্লিশ। হিজড়া: ৩৮৩ তিনশত তিরাশি। মোট: ৭৯,৮৩,২৭৭ ঊনআশি লক্ষ তিরাশি হাজার দুইশত সাতাত্তর। রিভাইজিং অথরিটির যাচাই-বাছাইয়ান্তে অন্তর্ভূক্তি: পুরুষ মহিলা হিজড়া ৬২,৬১২ বাষট্টি হাজার ছয়শত বার। ২৭,৬৭০ সাতাশ হাজার ছয়শত সত্তর। মোট ১০,২৮২ নবাই হাজার দুইশত বিরাশি ৩। ২০২২ সাল হালনাগাদে মোট অন্তর্ভুক্ত ও কর্তনকৃত ভোটার সংখ্যা : (ক) অন্তর্ভুক্ত ভোটার সংখ্যা : ক্রমিক 2+24 ৪১,৩৫,০৬৭ একচল্লিশ লক্ষ পয়ত্রিশ হাজার সাতষটি • মহিলা মোট ৩৯,৩৮,১০৯ ঊনচল্লিশ লক্ষ আটত্রিশ হাজার একশত নয় ৩৮৩ তিনশত তিরাশি ৮০,৭৩,৫৫৯ আশি লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত ঊনষাট ( ম ) কর্তনকৃত ভোটার সংখ্যা : মহিলা হিজড়া ১৩,৭৮,৮৭২ তের লক্ষ আটাত্তর হাজার আটশত বাহাত্তর ৮,৩০,২৫৭ [আট লক্ষ ত্রিশ হাজার দুইশত সাতান্ন] মোট বাইশ লক্ষ নয় হাজার একশত ঊনত্রিশ ৪। ০২ মার্চ ২০২৩ তারিখে মোট ভোটার সংখ্যা:- (ক্রমিক নং (১+৩ক) – ২২,০৯,১২১ • পুৰুষ ৬,০৪,৪৫,৭২৪ ছয় কোটি চার লক্ষ পয়তাল্লিশ হাজার সাতশত চব্বিশ • মহিলা : ৫,৮৭,০৪,৮৭৯ [পাঁচ কোটি সাতাশি লক্ষ চার হাজার আটশত ঊনআশি ] ৮৩৭ আটশত সাইত্রিশ মোট = ১১,১১,৫১,৪৪০ এগার কোটি একানবাই লক্ষ একার হাজার চারশত চল্লিশ ৫। ভোটার সংখ্যা বৃদ্ধি: ৫৮,৬৪,৪০০ ( আটার লক্ষ চৌষট্টি হাজার চারশত ত্রিশ ) • ভোটার বৃদ্ধির হারঃ ৫.১৮% SHARES জাতীয় বিষয়: নারায়ণগঞ্জ