ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৩

 

দিলীপ কুমার দাস ময়মনসিংহ।

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে (৮ মার্চ ) সকালে প্রেসক্লাব চত্বরে আনন্দ র‌্যালীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে শেষ হয়। পরে মন্ত্রী ক্লাব মিলনায়তনে কেককাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি সুজিত বর্মণ, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা সাধারণ সম্পাদক ডা. এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ বেসরকারি ক্লিনিক-ডায়াগনোস্টিক মালিক এসোসিয়েশনের সভাপতি হরি শংকর দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যগ্ম সম্পাদক অ্যাডেভোকেট শিব্বির আহমেদ লিটন, সাবেক সহকারি পুলিশ সুপার মো. শফিক উল্লাহ, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি মোশাররফ হোসেন ও ইমামউদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এরপর রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, উপজেলা পর্যায়ের প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে ‘বর্তমান সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফইজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক।

জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন সাংবাদিক নেতা ও টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বিএফইজে’র- কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালসহ  অনেকে