কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ আজ।

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ আজ।  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২০২৩-২৪ সেশনের ম্যানেজিং কমিটির ভোটগ্রহণ চলবে। এরমধ্যে দুপুর সোয়া ১টা হতে পৌনে ২টা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতি।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ‘আহছান-তাহের’ প্যানেল এবং বিএনপি-জামায়েত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত ‘তারেক-মিজান’ প্যানেলের ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন লড়াই করছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে ২টি ও সদস্য পদে ৫টি ভোট অবশ্যই প্রদান করতে হবে। কম হলে ঐ পদের প্রদত্ত ভোট বাতিল হবে। কোন প্রকার মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং মোবাইলে ব্যালটের ছবি তোলা যাবে না।
প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ‘আহসান-তাহের’ প্যানেলের সভাপতি পদে প্রার্থী জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক প্রার্থী জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের এবং সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ মাহবুবুর রহমান ও এডভোকেট মোঃ শাহ আলম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন, সেক্রেটারি লাইব্রেরি পদে এডভোকেট সঞ্জয় কুমার সরকার, সেক্রেটারি এনরোলমেন্ট পদে এডভোকেট সৈয়দ সাহিদুল আহসান টিপু, সেক্রেটারি আইটি পদে এডভোকেট মোঃ মহসিন ভূঁইয়া, সেক্রেটারি রিক্রিয়েশন পদে এডভোকেট আছিয়া মাহজাবিন খান নিশু, পদে সদস্য এডভোকেট মোঃ জলিল আহমেদ টিপু, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট রাশেদা বেগম, এডভোকেট মোঃ শাহাদাত হোসেন ও এডভোকেট সুলতানা সালেহা চৌধুরী লাভলী।
অপরদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত “তারেক-মিজান” প্যানেলের সভাপতি পদে প্রার্থী এডভোকেট মোঃ তারেক আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট খন্দকার মিজানুর রহমান, পদে সহ-সভাপতি এডভোকেট মোঃ অহিদুর রহমান সরকার ও মোঃ এয়াকুব আলী, পদে সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এয়াকুব আলী চৌধুরী, ট্রেজারার পদে এডভোকেট কাজী মফিজুল ইসলাম, সেক্রেটারি লাইব্রেরি পদে এডভোকেট মোঃ মোশাররফ হোসেন পাখী, সেক্রেটারি এনরোলমেন্ট পদে এডভোকেট মোঃ মনির হোসেন পাটোয়ারি, সেক্রেটারি আইটি পদে এডভোকেট মোহাম্মদ শাহ্জাহান ভূঁইয়া, সেক্রেটারি রিক্রিয়েশন পদে এডভোকেট মোঃ কাজী আবদুল কাইয়ুম মিন্টু এবং সদস্য পদে এডভোকেট মোহাম্মদ আবদুর রাজ্জাক, এডভোকেট মোঃ আবু জাফর, এডভোকেট মোঃ আতিকুর রহমান সুমন, এডভোকেট কামরুন নাহার ও এডভোকেট মোঃ মিজানুর রহমান। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মোহাম্মদ ইসলাম ইবনে সাইখ।
জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা সাব-কমিটির আহবায়ক এডভোকেট শাহজাহান সিরাজ বলেন- বিগত বছরের ন্যায় এ বছরও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে করার লক্ষে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বছর ২০টি বুথে ১২শ ২১জন ভোটার গোপন ব্যালটপেপার এর মাধ্যমে মূল্যবান ভোট প্রয়োগ করে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ নূরুল ইসলাম ও লাইব্রেরি সেক্রেটারি এডভোকেট লোকমান আহাম্মদ বলেন- এ বছর ৩০ পৃষ্ঠার চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে ১২শ ২১জন ভোটারের মধ্যে ১৯৬২ সালের ৩০ জুন কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত সিনিয়র এডভোকেট বদিউল আলম ভোটার তালিকার ১ নম্বর ভোটার এবং চলতি বছর ৩১ জানুয়ারিতে যোগদানকৃত নবীন এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া হলেন সর্বশেষ ভোটার।