কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল জয়ী। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৩ কুমিল্লা প্রতিনিধি ঃ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সহসভাপতি ২জন, সাধারণ সম্পাদক, ট্রেজারার,লাইব্রেরী সম্পাদক, এনরোলমেন্ট সম্পাদক ও ৫টি সদস্য পদে বিজয়ী হয়েছেন সাদা প্যানেল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত “আহছান-তাহের” প্যানেল প্রার্থীরা। মোট ১৫ পদে ১২ টিতে জয় পেয়েছেন তারা। বাকি ৩টিতে জয়ী হয়েছেন প্রতিপক্ষ নীল দলের বিএনপি-জামায়েত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত “তারেক-মিজান” প্যানেলের প্রার্থী। গতকাল ৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা আইনজীবী সমিতির কার্যালয়ে ২০২৩-২৪ সেশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত “আহছান-তাহের” প্যানেল এবং বিএনপি-জামায়েত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত “তারেক-মিজান” প্যানেল এর ৩০জন প্রার্থী লড়াই করেছেন। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একজন লড়াই করেছেন। বিজয়ীরা হলেন হলেন- বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ‘আহসান-তাহের’ প্যানেলের সভাপতি পদে প্রার্থী জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক প্রার্থী জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আবু তাহের এবং সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ মাহবুবুর রহমান ও এডভোকেট মোঃ শাহ আলম মজুমদার, কোষাধ্যক্ষ পদে এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন, সেক্রেটারি লাইব্রেরি পদে এডভোকেট সঞ্জয় কুমার সরকার, সদস্য পদে এডভোকেট মোঃ জলিল আহমেদ টিপু, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট রাশেদা বেগম, এডভোকেট মোঃ শাহাদাত হোসেন ও এডভোকেট সুলতানা সালেহা চৌধুরী লাভলী। অপরদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত “তারেক-মিজান” প্যানেলের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ এয়াকুব আলী চৌধুরী, সেক্রেটারি আইটি পদে এডভোকেট মোহাম্মদ শাহ্জাহান ভূঁইয়া, সেক্রেটারি রিক্রিয়েশন পদে এডভোকেট মোঃ কাজী আবদুল কাইয়ুম মিন্টু। SHARES আইন আদালত বিষয়: