কুমিল্লায় ৭ ই মার্চ উপলক্ষ্যে ইস্টার্ন মেডিকেল কলেজের বর্নাঢ্য আয়োজন।

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৩

কুমিল্লা প্রতিনিধি ঃ ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষ্যে ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় দিবসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। উল্লেখযোগ্য কর্মসূচীর মধ্যে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টা হইতে দিনব্যাপি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার, সকাল ১০টায় শিক্ষক মন্ডলী, ইন্টার্ন ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রী সমেত একটি বর্ণাঢ্য র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সকাল ১০:১৫ ঘটিকা হইতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। উক্ত রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ সায়মা আফরোজ, সহযোগী অধ্যাপক অবস্ এন্ড গাইনী, ডাঃ মোঃ মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক্স বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন যথাক্রমেÑ কমিউনিটি মেডিসিন বিভাগের অনারারী অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান, অবস্ এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শামীমা আক্তার, চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মুজিবুর রহমান, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ খাজা আহম্মেদ রাসেল, হাসপাতালের সহকারী পরিচালক ও শিশু সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ দেবশীষ চক্রবর্তী সহ অন্যান্য বিভাগীয় শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।