মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে সোমবার কুমিল্লায় মানববন্ধন।

প্রকাশিত: ৭:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
কুমিল্লা প্রতিনিধি ঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবীতে সোমবার নগরীতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখা। কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে জেলার ১৭ উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ অংশ নেন। আজ (মঙ্গলবার) একই দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানে দুই ঘন্টা কর্মবিরতি কর্মসূচির ঘোষনা দিয়েছে সংগঠনটি। এছাড়া আগামী ২০মার্চ ঢাকা প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশে অংশ নিবেন বলে জানান কুমিল্লার শিক্ষক নেতৃবৃন্দ।
সোমবার সকালে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ জহিরুল আলম,সহ-সভাপতি মোঃ মোস্তফা ছারোয়ার, অধ্যক্ষ তপন চন্দ্র সাহা, মো.শফিকুর রহমান খান, মোঃ হাফেজ আহমেদ, মোঃ আব্দুল মোমেন, মোঃ আইয়ূব আলী, এস এম শেখ কামাল, সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মান্নান সহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন  বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখা সাধারণ সম্পাদক হানিফ মজুমদার ও সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন।
মানববন্ধনে বক্তারা, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, সরকারি-বেসরকারি বেতন বৈষম্য দূরীকরণ, প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকদের ৬ষ্ঠ ও ৭ম গ্রেড প্রদান, সরকারি শিক্ষদের ন্যায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদানসহ ১১ দফা দাবী পূরনের জন্য সরকারের প্রতি আহব্বান জানান।