ময়মনসিংহের গৌরীপুরে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের ঈদ উপহার পেলেন ইমাম,খতিব ও মুয়াজ্জিনরা।

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

দিলীপ কুমার দাস ময়মনসিংহ।

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৪২টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার দিয়েছেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এর আগে তাঁদের সাথে মত বিনিময় করেন তিনি।

রোববার ( ৯ এপ্রিল ) দুপুরে পৌরসভার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পক্ষ থেকে ৪২টি মসজিদের ১২৫ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার দেওয়া হয়।

জানাগেছে, ঈদ উপহারের মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, চিনি, তেল, সাবান, কিসমিস, মুড়ি, আতর। এছাড়াও খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের প্রত্যেককে পৌরসভার পক্ষ থেকে ঈদ উপলক্ষে সম্মানী দেয়া হয়েছে।

এ উপলক্ষে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় পৌর ঈদগা মাঠের খতিব মোঃ রফিকুল ইসলামের সঞ্চলনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব শামছুল হক, বড় মসজিদের ইমাম ও খতিব মোঃ মোস্তাকিম, গৌরীপুর ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হান্নান, মসজিদুল আমানের ইমাম ও খতিব শামছুল আলম ভূঁইয়া, সাবরেজিস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ জুনায়েদ আহমেদ, স্টেশন রোড জামে মসজিদের ইমাম ও খতিব জুনায়েদ হোসাইন, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ