ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্তঃডি এস সি সি।

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ গত ৪ এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়, চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, এই অগ্নিকাণ্ডে তিন হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে, অ্যানেক্সকো টাওয়ারের ব্যবসায়ীদের নাম তালিকায় উল্লেখ করা হয়নি। তাদের বীমা থাকায় এই ভবনের দোকানিরা ডিএসসিসির তালিকায় নাম লেখাতে চাননি।

মঙ্গলবার (১১ এপ্রিল)বিকাল ৫টায় ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে তদন্ত কমিটির সভাপতি ও ডিএসসিসির জোনাল নির্বাহী কর্মকর্তা (জোন-১) মেরিনা নাজনীন প্রতিবেদন হস্তান্তর করেন। তদন্ত কমিটি আগুনের পেছনে শর্ট সার্কিট ও নাশকতার কোনো ঘটনা খুঁজে পায়নি।

প্রতিবেদন অনুসারে জ্বলন্ত সিগারেট বা মশা তাড়ানোর কয়েল থেকে বিধ্বংসী আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট মালামালের পরিমাণ আনুমানিক ২৮৮ কোটি ৩৫ লাখ টাকা (প্রায়) পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া কাঠামোগত দিক বিবেচনায় ১৪ কোটি ৭০ লাখ টাকা লোকসান হয়েছে বলে ডিএসসিসির প্রতিবেদনে বলা হয়েছে। ভবিষ্যত অগ্নিকাণ্ড মোকাবেলায় ১০টি সুপারিশ করেছে তদন্ত কমিটি ।