দেশে একের পর এক বড় বড় মার্কেটে আগুন লাগছে এটা আসলেই সন্দেহের বিষয়।ঃপরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩ স্টাফ রিপোর্টার : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। এই শান্তিপূর্ণ দেশে একের পর এক বড় বড় মার্কেটে আগুন লাগছে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটা আসলেই সন্দেহের বিষয়। মন্ত্রী বলেন, এদেশে একটি গোষ্ঠির আগুন সন্ত্রাস করার ইতিহাস আছে। তাদের ভাষা গণতান্ত্রিকভাবে গ্রহণযোগ্য নয়। তারা ধমক দিয়ে, আগুন সন্ত্রাসের ভয় দেখিয়ে সরকার বদলাতে চায়। মার্কেটগুলোতে আগুন লাগার পেছনে তাদের হাত রয়েছে কিনা খতিয়ে দেখা হবে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সুনামগঞ্জের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত ৩৪৬ জন রোগীর মাঝে ১ কোটি ৭৪ লাখ টাকা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এপ্রিল মাসে দেশে সবকিছুর দাম বাড়লেও আগামী মে মাস থেকে নিত্যপণ্যের দাম কমে আসবে। কারণ মে মাসে হাওরের সম্পূর্ণ ধান ঘরে উঠে যাবে। ধান চালের দামটাই মূল্যস্ফীতির প্রধান কারণ। ধান ঘরে উঠে গেলে আশা করি মে থেকে সবকিছুর দাম কমে যাবে। এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ প্রমুখ। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: