কুমিল্লার চান্দিনা পৌরসভার বিভিন্ন সড়কে সড়ক বাতি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩ কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা পৌরসভার বিভিন্ন সড়কে সড়ক বাতি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় চান্দিনার হারং সিনিয়র দাখিল মাদ্রাসা এবং ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে পৃথক দুইটি ফলক উন্মোচন এবং সুইচ চেপে উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। এসময় দুইটি সুইচ চাপার সাথে সাথে এক সাথে চান্দিনা-শ্রীমন্তপুর সড়ক, চান্দিনা-রামমোহন সড়ক ও কাঠের পোল থেকে হাজী সাহেবের মোড় সড়কের ৭ কিলোমিটার এলাকায় জ্বলে উঠে অন্তত ২৫০টি সড়ক বাতি। প্রায় পৌঁনে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ লাইটের ঝলকানিতে রাতের অন্ধকার কেটে ঝলমলে চান্দিনা পৌরসভা এলাকা। এসময় উপস্থিত ছিলেন চান্দিনা পৌর মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, কাউন্সিলর আবু কাউসার, ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, পৌর প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা যুব মহিলালীগ সভাপতি রুবি আক্তার প্রমুখ। SHARES জেলা/উপজেলা বিষয়: