সাংবাদিক নাদিম হত্যার আসামি ফাহিম ফয়সাল রিফাতকে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩ স্টাফ রিপোর্টার : সাংবাদিক নাদিম হত্যা মামলার দুই নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতকে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে। তবে তার বাবাকে গ্রেফতার করা হলেও ছেলে এখনও পলাতক রয়েছে। শনিবার (১৭ জুন) জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক সাফিউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডে প্রশাসন থেকে ও গণমাধ্যমে আপনার সংশ্লিষ্টতা জোরালোভাবে উল্লেখ করায় সংগঠনের ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষুণ্ন হয়েছে। আপনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৩টার দিকে মারা যান তিনি। আজ বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম ও গোমেরচর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মূল আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে গ্রেফতার করা হয়। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: