নুতন পাঁচটি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি।

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :  আরও পাঁচটি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

রোববার (১৮ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পাঁচটি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো। সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

অনুমতি পাওয়া দৈনিকের অনলাইন সংস্করণগুলো হলো- দ্য সাউথ এশিয়ান টাইমস, দৈনিক গণমুক্তি, দৈনিক ভোরের বাংলা, দৈনিক মুন্সীগঞ্জের খবর ও দৈনিক গ্রামের কাগজ।