ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২ দিন ব্যাপী সাহিত্য মেলার প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৩ দিলীপ কুমার দাস ময়মনসিংহ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপী সাহিত্যমেলা ২০২৩ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সাহিত্য মেলা উপলক্ষে আলোচনা সভা, বইমেলা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। ময়মনসিংহ জেলায় উপজেলা পর্যায়ে একমাত্র ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদ চত্ত্বরে আগামী ২৭ ও ২৮ জুলাই মেলা অনুষ্ঠিত হবে । মুক্তবুদ্ধির চর্চা, আলোকিত মানুষ গড়তে ও সমৃদ্ধ জাতি গঠনে সাহিত্যের অবদান স্বীকার করে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, কবি সোহরাব পাশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাছিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, কবি আলম মাহবুব, নাজমা মমতাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, সাংবাদিক রতন ভৌমিক, মো. সেলিম, কবি বারী সুমন ও জান্নাতুন নাহার নূপুর প্রমুখ। SHARES জেলা/উপজেলা বিষয়: