সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সাত প্রতিষ্ঠানকে জরিমানা Abu Kowsar Abu Kowsar Mithu প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩ মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বুধবার ২৩ শে আগস্ট বিকেলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোনারগাঁ সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহীম। এ সময় সোনারগা থানা পুলিশ উপস্থিত ছিলেন। এ অভিযানে সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তস্থ ৭টি প্রতিষ্ঠানকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা, বিএসটিআই এর আইন ২০১৮ এর ৩০ ও ২৭ ধারা এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা তাদের ভ্রাম্যমাণ আদালত করে জরিমানা করা হয়। এ সময় ৭ প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমান আদালতের অভিযানে সর্বমোট ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ ইব্রাহীম জানান,নাগরিকদের স্বাস্থ্যসম্মত ও বিশুদ্ধ খাদ্য নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: সোনারগাঁও