ডেঙ্গু : ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৯১ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩ স্টাফ রিপোর্টার : ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা সাতজন, অন্যরা ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৬৯ জনের মৃত্যু হলো। এদিকে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ২৯১ ডেঙ্গু রোগী। এর মধ্যে এক হাজার ৩৭১ জন রোগী ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (২৯ আগস্ট) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরেরর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট আট হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত এক লাখ ১৯ হাজার ১৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ১০ হাজার ৩৪৬ জন। SHARES সারা বাংলা বিষয়: