শোকাবহ আগষ্ট উপলক্ষে গৌরীপুরের সহনাটি ইউনিয়ন তাতীলীগের আলোচনাসভা অনুষ্ঠিত। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৮:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩ নিজস্ব প্রতিনিধি। শোকাবহ আগস্ট উপলক্ষে গৌরীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সহনাটি ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে পাছার উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহনাটি ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোঃ হাবিউল্লাহ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, সাবেক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, মাসুদ মিয়া রতন, সাবেক গৌরীপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক সহনাটি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহিদাস আচার্য, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হেলিম, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ভাংনামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক জাকির হাসনাত দোলন, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার রায় তপন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান পল্লব, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির উদ্দিন, উপজেলা আওয়ামী সাবেক সদস্য আবুল কাশেম সরকার, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ডালেছ, উপজেলা তাঁতীলীগের সভাপতি রানা আহমেদ কদ্দুস, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশরাফউজ্জামান গোলাপ, সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাপস আচার্য প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। SHARES জেলা/উপজেলা বিষয়: