রেকর্ড গড়ে ৫০০ কোটির দ্বারপ্রান্তে ‘গাদার ২’ ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩ গাদার ২’ নিজস্ব প্রতিনিধি: ২০০১ সালে ‘গাদার’-এর ব্যাপক সাফল্যের ২২ বছর পর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘গাদার ২’। অনিল শর্মা পরিচালিত সিনেমাটিতে সানি দেওল এবং আমিশা প্যাটেলের পুনর্মিলন ভক্তদের আবারও প্রেক্ষাগৃহে ফেরত নিয়েছে। সেই সঙ্গে সিনেমাটি প্রথম কিস্তির মতো বক্স অফিসে দারুণ সফল। শুধু সফলই নয়, পর্দায় রীতিমতো ঝড় তুলেছে ‘গাদার ২’। একের পর এক রেকর্ড গড়ে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে অনন্য এক চূড়ায় এখন ‘গাদার ২’। এবার নতুন মাইলফলকে নাম তুলতে যাচ্ছে সিনেমাটি। ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করতে যাচ্ছেন সানি দেওল। ধারণা করা হচ্ছে, রবিবার (৩ সেপ্টেম্বর) প্রায় সাত কোটি রুপি আয় করবে এটি। যার মাধ্যমে মুক্তির মাত্র ২৪ দিনেই ‘গাদার ২’ ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপি আয়ের রেকর্ড করতে যাচ্ছে।স্যাকনিল্ক-এর প্রাথমিক অনুমান অনুসারে, সিনেমাটি মুক্তির ২৪তম দিনে ৭.৩৯ কোটি রুপি আয় করেছে। যার ফলে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। এখন ভারতে এর মোট আয় ৫০১.৪৭ কোটি রুপি। এর আগে আমিরের দাঙ্গাল, যশের কেজিএফ ২ এবং প্রভাসের বাহুবলি ২-এর হিন্দি আয়ের রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে উঠে আসে গাদার ২। এখন সামনে শুধুই শাহরুখ খানের পাঠান।তবে পাঠানকে টপকে যাওয়াটা বেশ কঠিন হবে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। কারণ ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র জওয়ান। যার ফলে প্রেক্ষাগৃহে লড়াই করা কঠিন হয়ে যাবে সানির পক্ষে। পাঠান ভারতীয় বক্স অফিসে আয় করেছে মোট ৫৪৩ কোটি রুপি।২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওলের ‘গাদার’ সে বছর সবচেয়ে বেশি আয়কারী সিনেমা হয়ে ওঠে। বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায়ও রয়েছে এটি। ভারত-পাকিস্তানের দাঙ্গা ও দাঙ্গা-পরবর্তী নিজের স্ত্রীকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে তারা সিংয়ের লড়াই নিয়েই সিনেমার মূল গল্প। তারা সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং সখিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। ‘গাদার ২’-এ-ও একই চরিত্রে অভিনয় করেছেন দুজন।সূত্র : পিংকভিলা SHARES বিনোদন বিষয়: দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ডসানি দেওল‘গাদার ২’
নিজস্ব প্রতিনিধি: ২০০১ সালে ‘গাদার’-এর ব্যাপক সাফল্যের ২২ বছর পর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘গাদার ২’। অনিল শর্মা পরিচালিত সিনেমাটিতে সানি দেওল এবং আমিশা প্যাটেলের পুনর্মিলন ভক্তদের আবারও প্রেক্ষাগৃহে ফেরত নিয়েছে। সেই সঙ্গে সিনেমাটি প্রথম কিস্তির মতো বক্স অফিসে দারুণ সফল। শুধু সফলই নয়, পর্দায় রীতিমতো ঝড় তুলেছে ‘গাদার ২’।
যার মাধ্যমে মুক্তির মাত্র ২৪ দিনেই ‘গাদার ২’ ভারতীয় বক্স অফিসে ৫০০ কোটি রুপি আয়ের রেকর্ড করতে যাচ্ছে।স্যাকনিল্ক-এর প্রাথমিক অনুমান অনুসারে, সিনেমাটি মুক্তির ২৪তম দিনে ৭.৩৯ কোটি রুপি আয় করেছে। যার ফলে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। এখন ভারতে এর মোট আয় ৫০১.৪৭ কোটি রুপি।
পাঠান ভারতীয় বক্স অফিসে আয় করেছে মোট ৫৪৩ কোটি রুপি।২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওলের ‘গাদার’ সে বছর সবচেয়ে বেশি আয়কারী সিনেমা হয়ে ওঠে। বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায়ও রয়েছে এটি। ভারত-পাকিস্তানের দাঙ্গা ও দাঙ্গা-পরবর্তী নিজের স্ত্রীকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনতে তারা সিংয়ের লড়াই নিয়েই সিনেমার মূল গল্প। তারা সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল এবং সখিনা চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল। ‘গাদার ২’-এ-ও একই চরিত্রে অভিনয় করেছেন দুজন।সূত্র : পিংকভিলা