১০ বছর পর ‘এমটিভি ভিএমএ’ অ্যাওয়ার্ড জিতলেন সেলেনা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩
যৌথভাবে পুরস্কার জিতেছেন রেমা ও সেলেনা গোমেজ

নিজস্ব প্রতিনিধি

দীর্ঘ ১০ বছর পর ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’ জিতলেন সময়ের অন্যতম সেরা পপতারকা সেলেনা গোমেজ। র‌্যাপার রেমার সঙ্গে যৌথভাবে গাওয়া বিখ্যাত গান ‘কাম ডাউন’-এর জন্য পুরস্কার জিতেছেন এই জুটি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউয়ার্ক, এনজেতে প্রুডেন্সিয়াল সেন্টারে অনুষ্ঠিত  ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২৩’-এ রেমা ও সেলেনা গোমেজের জন্য দারুণ সাফল্যময় রাত ছিল। এ বছর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে ৩১ বছর বয়সী গোমেজ এবং ২৩ বছর বয়সী র‌্যাপার রেমা তাদের যৌথ গান ‘কাম ডাউন’-এর জন্য বছরের সেরা গান, সেরা সহযোগিতা এবং সেরা অ্যাফ্রোবিটস সহ কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

সেলেনা এবং রেমা সেরা অ্যাফ্রোবিটসের জন্য পুরস্কার ঘরে তুলেছেন। 

এটি রেমার প্রথম ভিএমএ পুরস্কার জয় এবং গোমেজের দ্বিতীয়। তবে ১০ বছরে প্রথম এই পুরস্কার জিতল গোমেজ। গোমেজের শেষ জয়টি ছিল ২০১৩ সালের তার প্রথম একক ‘কাম অ্যান্ড গেট ইট’-এর জন্য।

 

1

অনুষ্ঠানে ডিজনি চ্যানেলের আরেকজন প্রাক্তন তারকা সোফিয়া কারসনের পাশে বসেছিলেন সেলেনা গোমেজ। শো চলাকালীন গোমেজকে একপর্যায়ে রেমার কাঁধে মাথা রেখে বসে থাকতে দেখা যায়। এমনকি পুরস্কার জয়ের পর সবচেয়ে কাছের বান্ধবী টেলর সুইফটের সাথেও দেখা যায় তাকে। সেলেনার জয়ে বেশ উচ্ছ্বাস করতে দেখা গেছে টেলর সুইফটকে।

‘বেবি কাম ডাউন’- গানটি শোনেননি, এমন মানুষ পাওয়া দুস্কর। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা এই গানটি গেয়েছেন পপকুইন সেলেনা গোমেজ এবং নাইজেরিয়ান পপতারকা রেমা। সঙ্গীত জগত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, এই গানের সুরেই মাত সকলে। ‘বেবি কাম ডাউন’ গানটির মাধ্যমে প্রথমবারের মতো নাইজেরিয়ান র‌্যাপারের সঙ্গে জুটি বেঁধেছেন সেলেনা গোমেজ। ২৩ বছর বয়সী গায়ক ২০২২ সালে তার অ্যালবাম ‘রেভ এন্ড রোজেস’-এর মাধ্যমে গানটি প্রকাশ করেছিলেন।
গানটি কেবল ভক্তদের মধ্যেই নয়, সমালোচকদের মনও জয় করে একটি বিশাল হিট হয়ে উঠেছে। মুক্তির পরপরই দ্রুততম সময়ে এটি বিলবোর্ডের হট ১০০ গানের তালিকায় স্থান করে নিয়েছে। মেলোডিয়াস সুরের গানটি প্রথমবারের মতো বিলবোর্ডের চার্টে রেমার জায়গা করে দিয়েছে। 

সূত্র : বিলবোর্ড