সোনারগাঁওয়ে স্ত্রী’র হাতে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৩

মোঃআবু কাওছার মিঠু

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

শুক্রবার বিকেলে উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান(৪৮) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে এবং কাচঁপুর সোনাপুর এলাকার এলাকার আক্কাস আলীর ভাড়াটিয়া।
নিহতের স্বজনরা জানান,শাহাজাহান ২য় বিয়ে করে কাচঁপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ২য় স্ত্রী রোজিনা বেগম(৪২) স্বামীর অন্ডুকোষে আঘাত করে আহত করে।
পরবর্তীতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ২য় স্ত্রী রোজিনা বেগমকে আটক করেন।