নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে হয়রানীর অভিযোগ।

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৩

 

বিশেষ প্রতিনিধি: এইচ,এম,রহমাতুল্লাহ

নানাহ রকম অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে নারায়ণগন্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে।
সময়ের সাথে পরিবর্তন হচ্ছে এই সেবার মান, দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেবার মান। পরিবর্তন হচ্ছে সকল অনিয়ম ও দূর্নীতির অভিযোগ।
গনমাধ্যমে এসমস্ত অনিয়ম দূর্নীতি প্রচারের দ্বারা সচেতন হচ্ছে জনগণ।

উপ- পরিচালক রুকুনুজ্জামান জানান, অফিসের বাহিরে দালাল চক্রের দ্বারা হয়রানীর শিকার হয় সাধারণ জনগণ, নিরঙ্কুশ সেবাদানে বাধা সৃষ্টি করছেন দালালরা। ভুয়া কাগজপত্র বানিয়ে হয়রানী করছেন অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে, সাধারণ মানুষের কাছে কঠিন করে তুলছেন রাষ্ট্রীয় এই সেবাকে। সাধারণ মানুষ ভুল বুঝে দোষী করছেন তাদেরকে।
চট্রগ্রাম সহ বিভিন্ন অঞ্চলের পাসপোর্টের আবেদন গ্রহনের ক্ষেত্রে সতর্কতার বিষয়টি কার্যকর করার কথা বলা হয়েছে। যেন রোহিঙ্গা ইস্যুতে সরকারের ভাবমুর্তি বিনষ্ট না হয়। কিন্তু তাদের এ সমস্ত নাশকতামুলক কর্মকান্ডের কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পাসপোর্ট সেবার মান বাধাগ্রস্ত হচ্ছে। এরা বিভিন্ন ধরণের পরিচয়বহন করে চাপ সৃষ্টি করেন থাকে বলে জানান।

এই দালাল চক্রের
কিছু কিছু স্বার্থান্বেষী মহলের যোগ-সাজসে অফিসের কর্মকর্তা কর্মচারীদের উপর বিভিন্ন আঙ্গিকে ব্লাকমেইল করার অভিযোগ মিলছে। ব্লাক মেইলের মতই গত ১২ সেপ্টেম্বর বিকাল ৪ ঘটিকায় একটি ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে এসমস্ত কুচক্রী একটি মহলের দল-বল।
অফিস থেকে বাসায় ফিরার পথে প্রায়ই জিজ্ঞেসাবাদের মুখোমুখি হচ্ছেন অফিসের কর্মকর্তা কর্মচারীরা। ব্যাগ চেক করে দেখার দুঃসাহসিকতা ও দেখিয়ে থাকেন বলে জানান তিনি, লিজা নামের একটি মেয়ে তার দলবল নিয়ে হয়রানী করেছেন সে দিন।
বিভিন্ন অনলাইন গনমাধ্যমকর্মী (অনুমোদনহীন) পরিচয় দিয়ে ত্রাস সৃষ্টি করে রেখেছে বলে জানান তারা।

সার্বক্ষণিক সরকারী গোয়েন্দা নজরদারী থাকার পরেও আন অফিসিয়াল হয়রানীর বিষয়টি ক্ষতিয়ে দেখার আহ্বান জানান তিনি।