ঢাকায় এবিটির দাওয়াতি শাখার প্রধানসহ ৬ জন গ্রেপ্তার: ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩ নিজস্ব প্রতিনিধি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দাওয়াতি শাখার প্রধানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে এবিটির ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত প্রধান মেজবা রয়েছেন। তার নেতৃত্বে ঢাকায় জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল।আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।খন্দকার আল মঈন বলেন, র্যাবের অভিযানে আনসার আল ইসলামের ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: #অপরাধ
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দাওয়াতি শাখার প্রধানসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এর মধ্যে এবিটির ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত প্রধান মেজবা রয়েছেন। তার নেতৃত্বে ঢাকায় জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল।আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।খন্দকার আল মঈন বলেন, র্যাবের অভিযানে আনসার আল ইসলামের ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।