নচিকেতা গাইলেন, গাওয়ালেন এবং নাচলেন ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩ রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী নিজস্ব প্রতিবেদক চেনা পোশাক পরনে। গলায় সাদা কালো মাফলার। সাদা শার্টের ওপরে কোটি। কালো জিন্সের সঙ্গে পায়ে সাদা কেডস। মঞ্চে উঠলেন ঠিক ৮টা ২৩ মিনিটে। উপস্থাপক মিনিট পাঁচেক বললেন তাকে নিয়ে। ঘোষণার মিনিট খানেকের মধ্যেই মঞ্চে হাজির সেই কাঙ্ক্ষিত পুরুষ। যার জন্য সন্ধ্যা থেকে অপেক্ষায় হাজারো মানুষ। সামনে আসতেই দর্শকের অভিবাদন। চিৎকার। সেটার জবাব দিলেন চুমুতেই। তারপরই শুরু করলেন গান। অন্তবিহীন পথ চলাই জীবন। নচিকেতা মানেই তো তাই। জীবনমুখী গান গানের গল্প আর দর্শকদের সঙ্গে মজার আলাপ। এমন গানে কখনো মনে হয় বাড়ির বসার ঘরে গান নিয়ে ‘ইয়ার্কি’ করছেন নচিকেতা। আবার মনে হবে রাজপথে ভাষণ দিচ্ছেন তিনি। কখনো গান থামিয়ে, কখনো দুই গানের মাঝে আলাপ জমিয়ে ফেললেন পুরো ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। দর্কশরাও যেন পেয়ে গেলেন তাদের গানের নেতা। একেক প্রান্ত থেকে উঠে আসা গানের আবদান মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন গানের মন্ত্রী। নচিকেতাও কম না, বহুদিনের ক্ষুধার্ত পাতে একে একে তুলে দিলেন তুমি আসবে বলে, এটাই আমার অ্যাম্বিশন, দেখে যা অনিবার্ণ, ইচ্ছে, দিন শেষে রাত্রি আসে গানগুলি। টানা গান গেয় সোয়া ৯টার দিকে বিরতিতে গেলেন গানের জাদুকর। বিরতিতে যাওয়ার আগে শোনালেন বৃদ্ধাশ্রম। তবে বিরতির ফাঁকে মঞ্চ ছেড়ে দিয়ে গেলেন সঙ্গে আসা মিউজিশিয়ানদের হাতে। নচিকেতার দাবি, তাঁরাও ভালো গান করেন। ১৫ মিনিটের বিরতি শেষে শুরু করলেন স্বপ্ন স্বপ্ন দেখে মন। রাজশ্রী। গানের সঙ্গে নাচলেন এই শিল্পী। নাচালেনও। মোবাইলের ভিডিও করতে থাকা দর্শকদের ধমকালেনও। বার বার অনুরোধ করলেন যেন, গানের কথায় মনোযোগ দেয় সবাই। ফাঁকে শুনিয়ে দিলেন জোকসও। সংগীতজীবনের ৩০ বছর পার করছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গানের শিল্পী বলা হয় তাকে। ৩০ বছর উপলক্ষে এবার ঢাকায় গান শোনাতে এসেছেন তিনি। রাজধানীর কেআইবি মিলনায়তনে ছিল এ আয়োজন। নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার শিরোনামের এই আয়োজন করেছিল আজব রেকর্ডস। অনুষ্ঠানের শুরুতে দর্শকদের গান শুনিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। SHARES গণমাধ্যম বিষয়: নচিকেতা
মঞ্চে উঠলেন ঠিক ৮টা ২৩ মিনিটে। উপস্থাপক মিনিট পাঁচেক বললেন তাকে নিয়ে। ঘোষণার মিনিট খানেকের মধ্যেই মঞ্চে হাজির সেই কাঙ্ক্ষিত পুরুষ। যার জন্য সন্ধ্যা থেকে অপেক্ষায় হাজারো মানুষ।
অন্তবিহীন পথ চলাই জীবন। নচিকেতা মানেই তো তাই। জীবনমুখী গান গানের গল্প আর দর্শকদের সঙ্গে মজার আলাপ। এমন গানে কখনো মনে হয় বাড়ির বসার ঘরে গান নিয়ে ‘ইয়ার্কি’ করছেন নচিকেতা। আবার মনে হবে রাজপথে ভাষণ দিচ্ছেন তিনি।
কখনো গান থামিয়ে, কখনো দুই গানের মাঝে আলাপ জমিয়ে ফেললেন পুরো ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। দর্কশরাও যেন পেয়ে গেলেন তাদের গানের নেতা। একেক প্রান্ত থেকে উঠে আসা গানের আবদান মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন গানের মন্ত্রী। নচিকেতাও কম না, বহুদিনের ক্ষুধার্ত পাতে একে একে তুলে দিলেন তুমি আসবে বলে, এটাই আমার অ্যাম্বিশন, দেখে যা অনিবার্ণ, ইচ্ছে, দিন শেষে রাত্রি আসে গানগুলি। টানা গান গেয় সোয়া ৯টার দিকে বিরতিতে গেলেন গানের জাদুকর। বিরতিতে যাওয়ার আগে শোনালেন বৃদ্ধাশ্রম। তবে বিরতির ফাঁকে মঞ্চ ছেড়ে দিয়ে গেলেন সঙ্গে আসা মিউজিশিয়ানদের হাতে। নচিকেতার দাবি, তাঁরাও ভালো গান করেন। ১৫ মিনিটের বিরতি শেষে শুরু করলেন স্বপ্ন স্বপ্ন দেখে মন। রাজশ্রী। গানের সঙ্গে নাচলেন এই শিল্পী। নাচালেনও। মোবাইলের ভিডিও করতে থাকা দর্শকদের ধমকালেনও। বার বার অনুরোধ করলেন যেন, গানের কথায় মনোযোগ দেয় সবাই। ফাঁকে শুনিয়ে দিলেন জোকসও। সংগীতজীবনের ৩০ বছর পার করছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবনমুখী গানের শিল্পী বলা হয় তাকে। ৩০ বছর উপলক্ষে এবার ঢাকায় গান শোনাতে এসেছেন তিনি। রাজধানীর কেআইবি মিলনায়তনে ছিল এ আয়োজন। নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার শিরোনামের এই আয়োজন করেছিল আজব রেকর্ডস। অনুষ্ঠানের শুরুতে দর্শকদের গান শুনিয়েছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার।