কুমিল্লার বরুড়া থানার বাঁসতলী থেকে নিখোঁজের একদিন পর পাওয়া গেলো মেহেদীর গলাকাটা লাশ। ক্রাইম পেট্রোল ক্রাইম পেট্রোল News প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩ সোহেল মাহমুদ (ক্রাইম রিপোর্টার) : বরুড়া বাঁসতলী থেকে নিখোঁজের একদিন পর হাতিগাড়ায় পাওয়া গেলো মেহেদীর গলাকাটা লাশ। বরুড়ায় নিখোঁজের একদিন পর সদর উপজেলার হাতিগাড়া পাহাড়ের কাছারে পাওয়া গেলো। ছোট্ট অটোরিকশা চালক মেহেদীর লাশ। খোশবাস উঃ ইউনিয়নপরিষদের চেয়ারম্যান চেয়ারম্যানের মাধ্যমে জানা যায়, গত ১৯শে নভেম্বর বেলা এগারটায় ইউনিয়নের বাঁসতলী এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী (১৩/১৪) নিজ বাড়ি থেকে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের যায়। সে নিয়মিত রামমোহন খোশবাস হয়ে নিমসার কিংবা কালির বাজারের সড়কে অটোরিকশা চালাতো, কিন্তু প্রতিদিনের নির্ধারিত সময়ে বাড়িতে না আসায় মেহেদীর পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে এবং চেয়ারম্যান কে অবহিত করে। মেহেদীর নিখোঁজ মর্মে ইউপি চেয়ারম্যান তার ফেইজবুকে একটি বার্তা দেয় ১৯শে নভেম্বর বিকালে। অনেক খোঁজখুঁজির পর সোমবার দিবাগত-রাতে সদর উপজেলার হাতিগাড়ায় গলাকাটা অবস্থায় মেহেদীর মৃত দেহ পাওয়া যায়। সদা হাস্যউজ্বল খুদে অটোরিকশা চালক মেহেদীর নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে খুদে অটোরিকশা চালক মেহেদীকে হত্যার দায়ে খোশবাস উঃ ইউনিয়নের ইলাশপুর এলাকার নজিরের ছেলে মোঃ নাজমুল কে আটক করা হয়েছে। এবং তার বাড়িতে ভাংচুর করা হয়েছে বলে জানা জায়। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: