ডিসেম্বরের ১৪ দিনে ৫৪ জনের মৃত্যু ডেঙ্গুতে

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩
Aedes mosquitoe is sucking blood on human skin.
নিজস্ব প্রতিনিধি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যু হলো এক হাজার ৬৭৬ জনের। ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে ৫৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩০৮ জন।

তাদের মধ্যে ঢাকায় ৯৭ জন, ঢাকার বাইরে ২১১ জন। 

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

গত এক দিনে হাসপাতালে নতুন রোগীদের নিয়ে বর্তমানে চিকিৎসাধীন এক হাজার ৮২৩ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ১৮ হাজার ৬১৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারিতে মৃত্যু হয়েছে ছয়জনের, ফেব্রুয়ারিতে তিনজনের। মার্চে মাসে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি দেশে। এপ্রিল ও মে মাসে দুজন করে মারা গেছেন ডেঙ্গুতে। জুম মাস থেকেই বাড়তে থাকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা।

জুনে ৩৪ জনের মৃত্যু হলেও পরের মাসে মৃত্যু হয় ২০৪ জনের। আগস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন, নভেম্বরে ২৭৪ জন মারা গেছে ডেঙ্গুতে।