কুমিল্লার চান্দিনায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন।

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

কাজী রাশেদ, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
পরে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব, সহকারী কমিশনার উম্মে হাবিবা মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকসী, পৌর মেয়র মোঃ শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মেদ মনজুর মোরশেদ, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনজুরুল আলম মোল্লা সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়া চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধা,পুলিশ,ফায়ার ডিফেন্স, আনসার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চপাস্ট ও শারীরিক কিসরত প্রদর্শন করেন।