কুমিল্লা চান্দিনার জনসভায় নৌকায় ভোট চাইলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩

 

কাজী রাশেদ, কুমিল্লা প্রতিনিধি।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ২নং বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে জনসভায় ভোট প্রার্থনা করেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় ডা. প্রাণ গোপাল দত্ত বলেন- কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে জননেত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাঠিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হয়েছে। এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই। গত দুই বছরে আমার সাধ্য দিয়ে উন্নয়ন করতে চেষ্টা করেছি। আর চান্দিনার উন্নয়নে যদি আমাকে আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আপনার মূল্যবান ভোটটি নৌকা মার্কায় দিয়ে আমাকে সংসদে পাঠাবেন।

বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. সাদেকুর রহমান এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নজরুল ইসলাম সুমন, জেলা পরিষদ সদস্য বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ভূইয়া মানিক, মোহনপুর জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি হাজী আবুল কাশেম সরকার, ইঞ্জি. ফজলুর রহমান, এমরান সরকার।

উপস্থিত ছিলেন চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা যুবলীগ সাবেক নেতা আমির হোসেন চৌধুরী লিটন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদা আক্তার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাজী শামীম হোসেন, উপজেলা কৃষকলীগ মহিলা সম্পাদিকা নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগ নেতা সফিক সরকার প্রমুখ।