কুমিল্লার চান্দিনায় “উপজেলা পরিষদ নির্বাচন”২৪ এর মনোনয়নপত্র জমা দিলেন যারা।

প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৪

 

এ কে এম আজাদ ইমরান: (বিশেষ প্রতিনিধি)
আসন্ন ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (০৯মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা উপজেলা নির্বাচন সহকারি রিটার্নিং কর্মকর্তা জাবের মো: সোহাইব হোসেন।

চান্দিনা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো দেলোয়ার হোসেন, মো মজিবুর রহমান, মো: শামীম হোসেন, মো: ফয়সাল বারী মজুমদার, মো: সেলিম, মো: নিজামূল এহসান মজুমদার ও মো: মফিজ উদ্দিন ভূইয়া।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা করেন, মো: ওমর ফারুক পাটোয়ারী, মো: মহিউদ্দিন, মো: শাখয়াত উল্লাহ, আলী এরশাদ, মো: জসিম উদ্দিন ভূইয়া, মো: বাহার উদ্দিন ও মো: আল আমিন সরকার।

এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ নাজমা আক্তার চৌধুরী, মোসাঃ জান্নাতুল ফেরদৌস রুবি আক্তার ও কুহিনুর আক্তার মনোনয়ন পত্র জমা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী,৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চান্দিনা উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ১২ মে ২০২৪ রোজ রবিবার।

মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে ‘২৪,  প্রতীক বরাদ্দ ২০ই মে ‘২৪ ও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ ই জুন ‘২৪  বুধবার।