ভোটের মাঠে শোবিজের বেশ কয়েকজন জনপ্রিয় মুখ।

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪
কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মাহিয়া সরকার মাহি ও ফেরদৌস আহমেদ

বিনোদন প্রতিবেদক

আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিতে মনোনয়ন চেয়েছিলেন শোবিজের বেশ কয়েকজন জনপ্রিয় মুখ। শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো আস্থা রেখেছে মাত্র পাঁচজনের ওপর—অভিনেতা আসাদুজ্জামান নূর, ফেরদৌস আহমেদ, মাহিয়া সরকার মাহি এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও ডলি সায়ন্তনী।

fshrdhh
নীলফামারী-২ আসনে অভিনেতা আসাদুজ্জামান নূর

‘বাকের ভাই’ খ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনে পঞ্চমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী।

এবারও তিনি নৌকা মার্কায় লড়ছেন। প্রচারণায় গিয়ে নূর বলেছেন, ‘সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী, অসাম্প্রদায়িক চেতনাকে যেমন ছড়িয়ে দিতে চাই, তেমনি আমার রাজনৈতিক কর্মকাণ্ডও একই লক্ষ্যে পরিচালিত হয়।’

dnhjftj
হাজারীবাগের জনসভায় ফেরদৌস

এবারই প্রথম মনোনয়ন পেলেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত অভিনেতা ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে তাঁর ওপরই বাজি ধরেছে আওয়ামী লীগ।

dfhftjgyk
গোদাগাড়ী-তানোর এলাকায় নির্বাচনী প্রচারণায় মাহিয়া সরকার মাহি

‘অগ্নি’ অভিনেত্রী মাহিয়া মাহি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, না পেয়ে হলেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী। ট্রাক প্রতীক হাতে তানোর-গোদাগাড়ী আসনে অভিনব প্রচারণা চালিয়েছেন তিনি।

dfsxjhik
নির্বাচনী প্রচারণায় কণ্ঠশিল্পী মমতাজ বেগম

মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ এবারও ভরসা করেছে ফোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ওপর। ২০১৪ সাল থেকে নিয়ে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন মমতাজ বেগম।

dfjhxjyjk
ভোট চাইছেন বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী

অন্যদিকে পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হয়েছেন ডলি সায়ন্তনী।