শীতার্ত মানুষের পাশে সিটি ভিলেজ উদ্দোক্তা ফাউন্ডেশন।

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩

সেহেল মাহমুদ (ক্রাইম রিপোর্টার) :

সিভিইউ ফাউন্ডেশন এর উদ্যোগে গত ২৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে রাজধানী ঢাকার কমলাপুর, ফকিরাপুল, কাকরাইল, বিজয়নগর রোড, খিলগাঁও সহ বিভিন্ন স্থানে গতকাল মধ্যরাতে শীতে কাঁপা দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতার্তদের মধ্যে মধ্যরাতে কম্বল বিতরণের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব, মোহাম্মদ গিয়াস উদ্দীন, মহাসচিব এম এফ ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ মাহবুব হাফিজ, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন সেক্রেটারী মেহনাজ ইয়াসমিন নিপা।

এছাড়াও কার্যনিবার্হী পরিষদের সম্মানিত সদস্য মোঃ রাজু আহমেদ সরকার, মোঃ ইমদাদুল হক, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মিসেস মাজেদা করিম, মিসেস মঞ্জুয়ারা ইসলাম, মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ, শুভাকাঙ্ক্ষী এস এম রোকন উদ্দিন, মোঃ মনিরুল আলম হাওলাদার লিটন উপস্থিত ছিলেন।

তীব্র শীতে রাস্তার ফুটপাতে অনেক মানুষকে শুয়ে বসে রাত কাটাতে দেখা যায়। কম্বল দেখা মাত্রই দৌড়ে আসতে দেখা যায় অসংখ্য দুস্থ মানুষকে। ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ গিয়াস উদ্দীন তীব্র শীতে কষ্ট পাওয়া সকল অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সকল শ্রেণী পেশার মানুষকে আহবান জানান।

ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ নুরুল আমিন, তাঁর সহধর্মিণী ফাতেমা পারভিন শেলী ও মেয়ে তাযকীয়া মধ্যরাতের কম্বল বিতরণ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত হোন।